বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই ‘ইংরেজি’ মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও সেসব বিতর্ক কাটিয়ে বলিউডি (Maalik) দর্শকদের মন জয় করার দিকেই ফোকাস করেছেন ‘ইন্ডাস্ট্রি’। রাজকুমার রাওয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করলেন তিনি। কেমন ব্যবসা করছে ‘মালিক’ (Maalik)?
কেমন হল প্রসেনজিতের ‘মালিক’ (Maalik)?
গতকাল, ১১ জুলাই মুক্তি পেয়েছে মালিক। অ্যাকশন থ্রিলার ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। বিশেষ করে প্রসেনজিতের অভিনয় দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। সেই প্রত্যাশা কি পূরণ করতে পারল ছবিটি? প্রকাশ্যে এল মালিক (Maalik) এর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহের হিসেব।
কত আয় করেছে ছবি: প্রাথমিক রিপোর্ট বলছে, প্রথম দিনে প্রায় ৩.৭৫ কোটি টাকা আয় করেছে মালিক (Maalik)। যদিও দ্বিতীয় দিনের হিসেব এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে মনে করা হচ্ছে, ৪-৫ কোটি টাকা দ্বিতীয় দিনে আয় হতে পারে এই ছবিটির। সব মিলিয়ে দুদিনে প্রায় ৮ কোটি টাকা আয় হতে পারে মালিক (Maalik) এর।
আরও পড়ুন : ‘ব্যক্তিগত-রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়েছে’, AI নির্মিত নগ্ন ছবি বিতর্কে এবার বড় পদক্ষেপ রাজন্যার
লাভের আশায় দর্শকরা: বক্স অফিস রিপোর্ট বলছে, আপাতত বেশ ঢিমেতালেই শুরু করেছে মালিক (Maalik)। প্রায় ৫০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। তাই লাভের মুখ দেখতে হলে আগামী দিনে আয়ের অঙ্কে বড়সড় লাফ দিতে হবে। বলিউডের অন্যান্য ছবিগুলির সঙ্গে টক্করে কতদিন প্রেক্ষাগৃহে টিকে থাকতে পারে ছবিটি সেটাও দেখার বিষয়।
আরও পড়ুন : ক্যাফেতে হামলার পর আরও বাড়ল বিপদ, এবার সরাসরি কপিলকে হুমকি জঙ্গি সংগঠনের!
প্রসঙ্গত, সম্প্রতি মালিক (Maalik) ছবিরই সাংবাদিক সম্মেলনে এক কাণ্ড ঘটিয়েছিলেন প্রসেনজিৎ! একজন বাঙালি সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করায় প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) পালটা শুধোন, ‘এখানে বাংলায় বলার কী দরকার?’ ব্যস, হু হু করে ভাইরাল সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকার ‘বুম্বাদা’। কয়েকদিন ধরে লাগাতার সমালোচিত হতে হতে পালটা মুখ খোলেন তিনি। উল্লেখ্য, এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানুষী ছিল্লাররা।