বাংলা হান্ট ডেস্কঃ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ঘিরে ফের নাগরিকত্ব বিতর্ক (Citizenship Controversy)। এবার নতুন তথ্যপ্রমাণের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) তাঁর বিরুদ্ধে পুরনো মামলা পুনরায় খোলার আবেদন করলেন বিজেপি নেতা ভিগ্নেশ শিশির। দাবি, রাহুল গান্ধীর লন্ডন, ভিয়েতনাম এবং উজবেকিস্তানে বিভিন্ন কর্মকাণ্ড সংক্রান্ত একাধিক ভিডিও ও নথি তাঁর হাতে এসেছে। বিষয়টি ঘিরে কংগ্রেস শিবিরে অস্বস্তি স্পষ্ট।
নতুন ভিডিও ও নথির দাবি ভিগ্নেশের
ভিগ্নেশ শিশির আদালতের কাছে জানিয়েছেন, এতদিন যেসব তথ্য সামনে ছিল না, এখন সেগুলি উঠে এসেছে। তিনি লন্ডন, ভিয়েতনাম এবং উজবেকিস্তানে রাহুল (Rahul Gandhi) গান্ধীর উপস্থিতি সংক্রান্ত নতুন ভিডিও এবং কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। তাঁর দাবি, এই নথিগুলি প্রমাণ করে রাহুল নিজেকে বিভিন্ন জায়গায় ব্রিটিশ নাগরিক (British Citizenship) হিসেবে পরিচয় দিয়েছেন। সেই কারণে পুরনো মামলাটি আবার শুরু হওয়া প্রয়োজন।
ভিগ্নেশের বক্তব্য, ভারতের নাগরিকত্ব আইন (Indian Citizenship Law) অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বেআইনি। তাই কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে সক্রিয় হওয়া। তিনি সিবিআই তদন্তের (CBI Investigation) দাবিও জানিয়েছেন। এই মামলার আগে দিল্লি হাই কোর্টেও (Delhi High Court) একই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনিও দাবি করেছিলেন, রাহুল ২০০৫ সালে ‘Backops Limited’ নামে এক ব্রিটিশ সংস্থায় বার্ষিক রিটার্ন জমা দিতে গিয়ে নিজেকে ব্রিটিশ নাগরিক বলেছেন।
এই মামলাটি আগে আদালত খারিজ করলেও, তখন মন্তব্য করা হয়েছিল—আবেদনকারী চাইলে আইনের অন্য পথ নিতে পারেন। সেই সুযোগ নিয়েই ভিগ্নেশ নতুন করে আবেদন করেন লখনউ বেঞ্চে। তবে এখনও অবধি সেই রিভিউ পিটিশন গ্রহণ করেনি হাইকোর্টের রেজিস্ট্রার বিভাগ। গ্রহণ করা হলে, মামলাটি ফের শুনানি পর্যায়ে যেতে পারে।
আরও পড়ুনঃ ভাঙড়ের পর ফের গুলি বীরভূমে! সাঁইথিয়ায় রাস্তায় পড়ে রইল তৃণমূল নেতার রক্তাক্ত দেহ
বাদল অধিবেশনের আগে বিতর্ক ঘিরে চাপ
এই বিতর্ক এমন সময়ে মাথাচাড়া দিয়েছে, যখন সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) আসন্ন। বিরোধীদের ঐক্য রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে এগোচ্ছে—এমন সময় নাগরিকত্ব বিতর্ক ফের উঠে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটি কি কেবল আইনি লড়াই, না কি রণনীতির অঙ্গ? বিজেপি যেখানে তাঁকে বিদেশি প্রমাণে তৎপর, কংগ্রেস সেখানে কৌশলে চুপচাপ।