SSC ২৬০০০ ইস্যুতে বাড়ছে চাপ! সোমে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চাকরিহারারা, ঠিক কী হতে চলেছে?

Published on:

Published on:

ssc job protest

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারানোর পর থেকেই আন্দোলন-বিক্ষোভে নেমেছেন চাকরিহারা শিক্ষকদের একটা অংশ। এপ্রিল থেকে শুরু করে এখনও এসএসসি ইস্যুতে (SSC Protest) এখনও উত্তাল রাজ্য। কারা যোগ্য, আর কারা অযোগ্য, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। সুপ্রিম নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ঠিকই, তবে নয়া নিয়োগে অংশ নিতে নারাজ চাকরিহারাদের একটা বড় অংশ।

সোমে নবান্ন অভিযান চাকরিহারাদের, প্রস্তুত প্রশাসনও | SSC Protest

গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। আপাতত দাগি নন, এমন শিক্ষকরা চাকরিতে বহাল থাকলেও সেই সমাধান সাময়িক। নতুন করে পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করার নিদান দিয়েছে শীর্ষ আদালত। এদিকে ‘হকের’ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গত ১৩ জুন থেকে আমরণ অনশন শুরু করেছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর প্রতিনিধিরা।

পরবর্তীকালে টানা অনশনে অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে ৩ জুলাই অনশন প্রত্যাহার করে নেন চাকরিহারা শিক্ষকরা। তবে তারা জানিয়েছিল অনশন না চলেও আন্দোলন আরও জোরদার হবে।সেদিনই ১৪ জুলাই সোমবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। আগামীকাল চাকরিহারাদের সেই কর্মসূচীর আগেই নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। নবান্ন চত্বরে দু’দিন আগে থেকেই ব্যারিকেড বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের বিস্ফোরক দাবি, এলাহাবাদ হাইকোর্টে জমা পড়ল নতুন তথ্য

পুলিশের পাশাপাশি ময়দানে থাকবে র‌্যাফ, কমব্যাট ফোর্স। ব্যবস্থা রয়েছে জল কামানেরও। যাতে মাছিও গলতে না পারে সেই লক্ষ্যে গোটা এলাকায় নজরদারি চালাবে সিসিটিভি এবং ড্রোন। যেন-তেন প্রকারে আন্দোলনকারীদের ঠেকাতে কড়া ব্যবস্থা প্রশাসনের। আর কিছু ঘণ্টা পরই রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনের উদ্দেশে চাকরিহারাদের ঝাঁঝালো কর্মসূচী। এবার আগামীকালের এই নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, সেইদিকে নজর রয়েছে সকলের।