বাংলা হান্ট ডেস্ক: পুজোয় ঘুরতে যাবেন ভাবছেন? কিন্তু কোথায় যাবেন তা ঠিক করতে পারছেন না। তাহলে এই জায়গায় ঘুরে আসতেই পারেন আপনি। এটি একদম আদর্শ জায়গা পুজোর সময় ঘুরতে যাওয়ার। তাহলে এখনই শুরু করে দিন তোড়জোড়। পুজোয় বেড়াতে যেতে হলে জুলাইতেই ট্রেনের টিকিট কাটতে হবে। আর কম খরচে পাহাড়ি গ্রামে ছুটি কাটাতে চাইলে আজই প্ল্যান করুন ছালামথাংয়ের (Chalamthang)। দক্ষিণ সিকিমের কোলে অবস্থিত এক অচেনা গ্রাম ছালামথাং। এখনও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়নি জায়গাটি। তাই ভিড় এড়িয়ে সিকিমের জনজীবন উপভোগ করতে ঘুরে দেখুন দক্ষিণ সিকিমের (South Sikkim) ছালামথাং (Chalamthang)।
কী ভাবে ঘুরে দেখবেন দক্ষিণ সিকিমের ছালামথাং? (South Sikkim)
দক্ষিণ সিকিমের (South Sikkim) ছোট্ট একটি গ্রাম ছালামথাংয়। গ্রামটি যেন প্রকৃতির স্বর্গরাজ্য। কংক্রিটের শহরের সমস্ত চিন্তাভাবনা ভুলিয়ে দিতে পারে এই ছোট্ট গ্রামটি। সারা বছরের কাজের চাপের থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আপনি যেতেই পারেন সিকিমের (South Sikkim) ছালামথাং (Chalamthang)।
দক্ষিণ সিকিমের এই গ্রাম পর্যটন মানচিত্রে এখনও জনপ্রিয়তা লাভ করেনি। তাই তো এই জায়গা এখনও অনেকে চেনে না। ঘোরাঘুরির জন্য গাড়ি অবশ্যই পাবেন, তবে তাতে যাত্রাপথের নিসর্গশোভা কিছুটা তো পায়ে হেঁটে দেখতেই পারেন জায়গাটি। বেশ লাগবে কিন্তু এই জায়গাটা। ছালামথাংয়ের প্রধান আকর্ষণ প্রায় ১৬০ বছরের পুরনো এক কুটির। বাঁশ, ঘাস আর গাছের ডালে তৈরি এই কুটির সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের ঢালে। চাইলে সেখানে একটু বিশ্রাম নিতে পারেন আপনি। শোনা যায়, এক সময় এখানেই সিকিমের (Sikkim) ওঝারা থাকতো। যাদের বলা হতো জাকরি।
এছাড়াও, ছালামথাংয়ের অন্যতম পর্যটক কেন্দ্র হল মঙ্গলধাম। সেখানে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। আপনি যদি দুদিনের জন্য ছালামথাংয়ে ঘুরতে যান তাহলে গাড়ি নিয়ে ঘুরতে পারেন এই গ্ৰামের পার্শ্ববর্তী জায়গাগুলি। যার মধ্যে অন্যতম- লাভদাঁড়া ভিউ পয়েন্ট, রামিতে ভিউ পয়েন্ট। এছাড়াও ছালামথাংয়ের রাত খুবই মায়াবী। হোমস্টের বারান্দায় বসে আলো ঝলমলে পাহাড়ি দৃশ্য আর ঠান্ডা উপভোগ করতে পারবেন আপনি।
আরও পড়ুন: পাটনা-হাওয়া বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত, বাংলার যাত্রীদের স্বার্থে বড় ঘোষণা রেলের…
কোথায় থাকবেন ও কীভাবে যাবেন ছালামথাং?
শিয়ালদহ কিংবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে পৌঁছতে হবে গ্যাংটক। গ্যাংটকে একটা দিন থেকে পরের দিন পৌঁছে যেতে পারেন ছালামথাং। এই নির্জন পাহাড়ি গ্রামের হোমস্টেতে বসে কাটাতে পারেন আপনার কিছু ভালো সময়। পাশাপাশি, ছালামথাংয়ে বসেই আপনি দেখতে পারবেন নাথুলা, পান্ডম ও সাং এর মতন পাহাড়।