বাংলাহান্ট ডেস্ক : টিভি বা খবরের কাগজ খুললেই এখন চোখে পড়ে বাড়তে থাকা অপরাধের হার। এমতাবস্থায় রাস্তাঘাটে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হয় সকলকেই। তবে এবার মহারাষ্ট্রের (Maharashtra) এক ১৬ বছরের কিশোরী যা করে দেখাল, তার উপস্থিত বুদ্ধির প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাথা ঠাণ্ডা রেখে বড়সড় বিপদ থেকে আত্মরক্ষা করে ওই কিশোরী।
চলন্ত রিকশায় বড় বিপদ থেকে বাঁচল মহারাষ্ট্রে (Maharashtra) কিশোরী
ঘটনা মহারাষ্ট্রের (Maharashtra) থানের। রিকশায় চেপে বাড়ি ফেরার সময় কিশোরীকে অপহরণ করে পালানোর চেষ্টা করে রিকশাওয়ালা। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে ওই বিপদ থেকে নিজেকে রক্ষা করে ওই কিশোরী। জানা গিয়েছে, গত ৯ ই জুন, ভিওয়ান্ডিতে ঘটে ঘটনাটি। বেলা বারোটা নাগাদ স্কুলে যাওয়ার জন্য রিকশায় উঠেছিল ওই কিশোরী। স্কুলের কাছে এসে যাওয়ায় রিকশা থামাতে বললেও কানে নেয়নি চালক। বরং আরও বাড়িয়ে দেয় গতি।
উপস্থিত বুদ্ধির জোরেই রক্ষা: রিকশা চালকের ভাবভঙ্গি দেখে প্রমাদ গোনে কিশোরী (Maharashtra)। তবে প্রথমে ভয় পেয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয় সে। তারপপরেই ব্যাগ থেকে জ্যামিতি বক্স বের করে তার মধ্যে থেকে কম্পাস বের করে ঝাঁপিয়ে পড়ে রিকশাওয়ালার উপরে। অতর্কিতে আক্রমণে আহত হয়ে গতি কমিয়ে দেয় চালক। আর সেই সুযোগে চলন্ত রিকশা থেকেই ঝাঁপ দেয় কিশোরী। তারপরেই এক ছুটে স্কুল।
আরও পড়ুন : টের পেতে দেননি কাকপক্ষীতেও, লুকিয়ে বিয়ে সেরে বিরাট চমক রূপার!
পুলিশে দায়ের অভিযোগ: স্কুল থেকে বাড়ি (Maharashtra) ফিরে মাকে সবটা খুলে বলে ওই কিশোরী। তারপরেই মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তার মা। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অপহরণ, অপরাধের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন : ১০ বছরে দেশে কমেছে হিন্দু, পাকিস্তান-বাংলাদেশকে টপকে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা দেশ হওয়ার পথে ভারত!
ওই কিশোরী যেভাবে বিপদের মুখে পড়েও মাথা ঠাণ্ডা রেখে নিজেকে রক্ষা করেছে তাতে বাহবা দিচ্ছে সকলেই। ভয় পেয়ে জ্ঞানশূন্য না হয়ে পড়ে বরং উপস্থিত বুদ্ধির জোরেই আত্মরক্ষা করেছে বছর ১৬ র ওই কিশোরী।