বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষা, কিছুদিন আগে অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। আর মাত্র কিছুমাস পর পয়লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। নয়া পে কমিশন নিয়ে কেন্দ্র গ্রিন সিগন্যাল দিতেই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট | Government Employees
নয়া পে কমিশনে সরকারের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? কতটা বাড়বে বেতন? এই নিয়ে জল্পনার মাঝেই বিস্ফোরক রিপোর্ট সামনে আনল আর্থিক পরিষেবা সংস্থা ‘অ্যাম্বিট ক্যাপিটাল’। সংস্থার দাবি, বেতন নির্ধারণের ভিত্তিগুলি ১.৮৩ থেকে ২.৪৬ এর মধ্যে স্থির রাখা হবে। যদি তাই হয় সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন (বেসিক পে) দ্বিগুণ হয়ে যেতে পারে। যদিও সরকারি ভাবে এখনও এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, বেতন সংশোধন মূলত ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ এর উপর নির্ভর করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল বর্তমান মূল বেতনের জন্য প্রয়োগ করা একটি গুণক। নয়া পে কমিশন কার্যকর হলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের রেল, প্রতিরক্ষা, ডাক, শিক্ষক এবং অন্যান্য পদের উপর প্রভাব ফেলবে নয়া পে কমিশন।
কতটা বাড়তে পারে বেতন?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা। তা বেড়ে ৩৬,০০০ টাকা হতে পারে আর পেনশন ৯০০০ টাকা থেকে একধাক্কায় দ্বিগুন বাড়তে পারে। অষ্টম বেতন কমিশন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির করলে এই পরিমাণ বৃদ্ধি হতে পারে।
অ্যাম্বিট ক্যাপিটালের রিপোর্ট অনুযায়ী, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৮৩ থেকে ২.৪৬-এর মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ৩২,৯৪০ থেকে ৪৪,২৮০ টাকার মধ্যে বাড়তে পারে। পাশাপাশি একাধিক ভাতা তো থাকছেই। থাকবে মহার্ঘ ভাতা বা ডিএ।
আরও পড়ুন: শওকত বলছে আইএসএফের হাত, অথচ রেজ্জাক খুনে ধরা পড়ল তৃণমূলেরই দাপুটে নেতা
ন্যূনতম বেতন সর্বাধিক ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা, পরিবহণ ভাতাও বাড়বে। আগামী বছর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করা যেতে পারে এবং ২০২৬ সাল থেকেই তা কার্যকর হয় সেই লক্ষ্যে কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে।