বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে ফের একবার সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। কম্পিউটারের প্রশিক্ষণ থাকলেই এবার সরাসরি চাকরির সুযোগ করে দিচ্ছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। উত্তরবঙ্গ জেলা প্রশাসনের ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হবে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই পদে কত নিয়োগ হবে? নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী ? কারা এই পদে আবেদনের যোগ্য? এই সবকিছু জেনে নেব আজকের প্রতিবেদনে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের প্রশিক্ষণ সংক্রান্ত শংসাপত্র থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কম্পিউটার সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম ২১ বছর বয়সী হতে হবে। বয়সের ক্ষেত্রে উর্ধ্বসীমা অনেকটাই বেশি রাখা হয়েছে। সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা এই পদে আবেদনের যোগ্য।
আরোও পড়ুন : রঙ-বেরঙের পাখনা মেলে ঘুরে বেড়াচ্ছে ইতিউতি, ময়ূরময় এই গ্রাম দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি
বেতন: ১১,৯৯০ টাকা মাসিক বেতন দেওয়া হবে এই পদে। মূল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা সম্পর্কে জানার জন্য।
আবেদন পদ্ধতি: আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে হোমপেজে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে। সেখানে গিয়ে লগইন করতে হবে প্রার্থীদের। এরপর A4 সাইজের পেপারে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। বিজ্ঞপ্তিতে বলে দেওয়া নথি সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিতে হবে ১১ই জানুয়ারির মধ্যে।
প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই নিয়োগ করতে চলেছে চুক্তির ভিত্তিতে। কতদিনের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে তা বলা হয়নি।