বাংলাহান্ট ডেস্ক : সমবায় সমিতির নির্বাচনে বীরভূমে গেরুয়া (BJP) ঝড়। বোলপুর সাংগঠনিক জেলার ময়ূরেশ্বর বিধানসভার, ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের, কুণ্ডলা পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতির ভোটে ৯ টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। ব্যর্থ হয়েছে বামেরাও।
বীরভূমে সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার বিজেপির (BJP)
জানা যাচ্ছে, ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটার সংখ্যা ৯২৮ টি। সমবায় নির্বাচনে মোট ৯ টি আসনের দুটিতে ছিলেন বিজেপির (BJP) মহিলা প্রার্থী, ১ টিতে সিডিউল কাস্ট রিজার্ভেশন এবং ৬ টিতে জেনারেল প্রার্থী। প্রতিটি আসনেই জয়লাভ করেছে বিজেপি (BJP)। ছাপও ফেলতে পারেনি তৃণমূল এবং বাম।
উচ্ছ্বাসে মাতেন সমর্থকরা: ফলাফল ঘোষণার পরেই উৎসবে মেতে ওঠেন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। ওড়ে গেরুয়া আবির। চলে দেদার মিষ্টিমুখ। এই জয়লাভের আনন্দে এলাকায় মিছিলও করেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। এই ফলাফল নিয়ে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি (BJP) সভাপতি বলেন, ‘তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে। এখন গা জোয়ারি করে চলছে। পুলিশকে ব্যবহার করেছে। কিন্তু মানুষ যেখানে ভোট দিতে পেরেছে সেখানে তৃণমূল হেরেছে’।
আরও পড়ুন : রাখা যাবে না ‘পঞ্জাব’ শব্দ, ১২৭ টি কাটের নির্দেশ! সেন্সর বোর্ডের কাঁচির মুখে দিলজিতের নতুন ছবি
কী বললেন জেলা সভাপতি: ময়ূরেশ্বর বিজেপির (BJP) শক্ত ঘাঁটি বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তৃণমূল নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়। আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। মানুষ যেখানেই ভোট দিতে পারবে, সেখানেই জিতবে’।
আরও পড়ুন : ‘ফুরফুর করে উড়ছিলাম আমি’, প্রেমিক হিসেবে কাঞ্চনকে কত নম্বর দিলেন শ্রীময়ী?
প্রসঙ্গত, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত বীরভূম। লোকসভা নির্বাচনে জেলায় দুটি আসনের মধ্যে দুটিতেই জিতেছে সবুজ শিবির। গত বিধানসভা নির্বাচনেও ১১ টির মধ্যে মাত্র ১ টি আসন হাতছাড়া হয়েছিল তৃণমূলের। ওই একটিতে জিতেছিল বিজেপি। তাই ২৬ এর নির্বাচনের আগে এই জয়কে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করছে গেরুয়া শিবির।