ইনিই হবেন ‘বউদি’, প্রকাশ্যেই ভালোবাসা স্বীকার, এই নায়িকাকেই বিয়ে করবেন সলমন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রেমিকার তালিকা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু তিনি কাউকেই ‘হ্যাঁ’ বলতে নারাজ। ৬০ এর দোরগোড়ায় দাঁড়িয়েও বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তকমা ধরে রেখেছেন সলমন খান (Salman Khan)। সেই সঙ্গে চুটিয়ে করছেন প্রেমও। ইন্ডাস্ট্রির একগুচ্ছ অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কিন্তু বিয়েটা আর শেষমেষ হয়নি।

সলমনের (Salman Khan) জন্য পাত্রী খুঁজলেন নেটিজেনরা

তবে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলিউডেরই এক অভিনেত্রীকে সলমনের (Salman Khan) প্রতি ভালোলাগা প্রকাশ করতে দেখা গিয়েছে। ঘটনাক্রমে সেই অভিনেত্রীও এখনও অবিবাহিত। তাই ভাইজানের হয়ে মেয়ে খোঁজার দায়িত্ব নিয়ে নিয়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু কে সেই নায়িকা?

Netizen want Salman Khan to marry this actress

কে সেই অভিনেত্রী: তিনি আমিশা পটেল। একসময় বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আমিশা। বিভিন্ন নায়কের সঙ্গে তাঁর রসায়ন প্রশংসিত হয়েছে। কিন্তু তিনি নিজে সলমন ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা বলেন, সলমন (Salman Khan) এমনই থাকুন। বিয়ে করতে হবে না। এতেই তাঁকে ‘কুল’ লাগে। আর এই সাক্ষাৎকার ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ চাইছেন, আমিশার সঙ্গেই সাত পাক ঘুরে ফেলুন সলমন।

আরও পড়ুন : ২৬-এর আগে অনুব্রতর গড়ে বড় জয় BJP-র, দাগও কাটতে পারল না TMC

বহু সম্পর্কে জড়িয়েছেন: প্রসঙ্গত, সলমন (Salman Khan) এমন একজন অভিনেতা যাঁর ব্যক্তিগত জীবনটা সিনেমার থেকেও বেশি হ্যাপেনিং। তরুণ বয়স থেকেই একাধিক নারীসঙ্গ করেছেন তিনি। বহুবার প্রেম এসেছে তাঁর জীবনে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকেনি কোনোটাই। তাই ৬০ এর দোরগোড়ায় এসেও বলিউডের ব্যাচেলর অভিনেতা সলমন (Salman Khan)।

আরও পড়ুন : ‘ফুরফুর করে উড়ছিলাম আমি’, প্রেমিক হিসেবে কাঞ্চনকে কত নম্বর দিলেন শ্রীময়ী?

তবে প্রেম ভাঙলেও কয়েকজন প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে এখনো ভালো সম্পর্ক রয়েছে তাঁর। অনেকের সঙ্গেই এখনও পার্টি করতে দেখা যায় তাঁকে। আবার কারোর সঙ্গে বন্ধ মুখ দেখাদেখিও। যদিও সলমনের মতে, বিয়ের বয়স পেরিয়েই গিয়েছে তাঁর।