বাংলাহান্ট ডেস্ক : কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে এখনও সরগরম রাজ্য। তিন অভিযুক্তের বিরুদ্ধে জোরকদমে চলছে তদন্ত। এর মাঝেই ফের একবার ধর্ষণের চেষ্টার অভিযোগ খাস বাংলায়। এবার জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের (Rape) চেষ্টার অভিযোগ আনলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার নিউ ব্যারাকপুরে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
ফ্ল্যাটে ডেকে ধর্ষণের (Rape) চেষ্টার অভিযোগ
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে নিউ ব্যারাকপুর থানা এলাকায় ওই জিম ট্রেনারের বাড়িতে যান যুবতী। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু এবং বান্ধবীও। অভিযোগ, আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিলেন ওই জিম ট্রেনার। যুবতী তাঁর বাড়িতে যেতেই তিনি তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। হিংস্র আচরণ করতে থাকেন।
বাধা দিতে গেলে চড়াও হয় অভিযুক্ত: যুবতী অভিযোগ করেছেন, তাঁর হাত ধরে টানার চেষ্টা করা হয়। তাঁকে ধর্ষণের (Rape) চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সে সময় তাঁর সঙ্গে থাকা বন্ধু বাধা দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁর উপরও চড়াও হন অভিযুক্ত জিম ট্রেনার। অভিযোগ, কাঁচের বোতল দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন অভিযুক্ত, ঘুষিও মারেন।
আরও পড়ুন : ইনিই হবেন ‘বউদি’, প্রকাশ্যেই ভালোবাসা স্বীকার, এই নায়িকাকেই বিয়ে করবেন সলমন?
অভিযোগ দায়ের থানায়: অভিযোগকারিনী জানান, দরজা লক করে দিয়েছিলেন ওই জিম ট্রেনার। তাঁকে এবং তাঁর অপর বান্ধবীর উপরে অত্যাচার (Rape) করার পরিকল্পনা ছিল অভিযুক্তের। তা করেছেনও, তবে যেটা উদ্দেশ্য ছিল সেটা পারেননি বলে জানিয়েছেন অভিযোগকারিনী। সূত্রের খবর, গত এক বছর ধরে অভিযোগকারিনীর সঙ্গে সম্পর্কে ছিলেন ওই জিম ট্রেনার। কিন্তু হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন তিনি তা স্পষ্ট নয় এখনও।
আরও পড়ুন : আইনে সমানাধিকার থাকলেও এই ৫ ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন মেয়েরা, কী করণীয়?
জানা গিয়েছে, নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে খবর।