কোটি কোটি টাকার অধিপতি, সেই রতন টাটাই সামান্য অর্থের জন্য হাত পেতেছিলেন অমিতাভের কাছে! কারণ জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের শেষলগ্নে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। দীর্ঘ অসুখের সঙ্গে লড়াই করে গত অক্টোবর মাসে প্রয়াত হন খ্যাতনামা শিল্পপতি। কিন্তু আজও তাঁর স্মৃতি অমলিন মানুষের মনে। তাঁর অবদানের জন্য এখনও সকলে শ্রদ্ধা করেন রতন টাটাকে (Ratan Tata)। শিল্প জগতে তিনি ছিলেন এক আইকন। কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতায় উচ্চতায় তুলেছিলেন নিজের সংস্থাকে। তবে জানলে অবাক হবেন, একবার তিনিও অর্থ ধার নিয়েছিলেন আরেক খ্যাতনামা ব্যক্তিত্বের কাছ থেকে।

অমিতাভের কাছে টাকা চেয়েছিলেন রতন টাটা (Ratan Tata)!

ভারতীয় বিনোদন জগতে অমিতাভ বচ্চনের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রতন টাটার (Ratan Tata)। একবার কউন বনেগা ক্রোড়পতিতে শিল্পপতির সঙ্গে এই বন্ধুত্ব নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তখনই বিগ বি জানিয়েছিলেন, একবার তাঁর কাছ থেকে টাকা ধার করেছিলেন রতন টাটা (Ratan Tata)।

Amitabh Bachchan said ratan tata once lended money from him

কী ঘটেছিল ঘটনাটা: পুরনো স্মৃতি ভাগ করে অমিতাভ বলেন, একবার একই বিমানে চড়ে লন্ডনে যাচ্ছিলেন তিনি এবং রতন টাটা (Ratan Tata)। লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার পর শিল্পপতি হঠাৎ উপলব্ধি করেন যে তিনি নিজের দলের থেকে আলাদা হয়ে পড়েছেন। সে সময়ে তাঁর একটি ফোন করার প্রয়োজন ছিল। তাই তিনি বুথে যান। অমিতাভ জানান, তিনি কাছেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ বুথ থেকে বেরিয়ে তাঁর কাছে এসে রতন টাটা (Ratan Tata) যা বলেছিলেন তাঁকে যে চমকে উঠেছিলেন তিনি!

আরও পড়ুন : TRP টপারের আসন টলমল, ৩ বছর পর জি-এর মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা? গুঞ্জন ছড়াতেই ফাটল বোমা!

কী এমন বলেছিলেন রতন টাটা: অমিতাভ বলেন, ‘আমার এখনও বিশ্বাস হয় না। উনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, অমিতাভ তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে ফোন করার মতো টাকা নেই।’ এটা শুনেই চমকে উঠেছিলেন অমিতাভ। সেই সঙ্গে তিনি আরও বলেন, রতন টাটা (Ratan Tata) কেমন মানুষ ছিলেন, সেকথা বলে বোঝানো যাবে না।

আরও পড়ুন : মিলছে না নির্যাতিতার বয়ান, CCTV ফুটেজ খতিয়ে দেখতেই যা পেলেন তদন্তকারীরা… ঘুরে যেতে পারে জোকাকাণ্ডের মোড়

শুধু তাই নয়, অমিতাভ জানান, একবার তাঁর এক বন্ধুকেও বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন রতন টাটা। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনে। তখনই শিল্পপতি অমিতাভের বন্ধুকে বলেছিলেন, তিনি তাঁর বাড়ির পেছনেই থাকেন। তাঁর গাড়ি নেই। তাঁকে বাড়ি ছেড়ে দিতে পারবেন?