বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে শিক্ষার পরিস্থিতি নিয়ে বারেবারে প্রশ্নের মুখে পড়েছে সরকার। এসএসসি কাণ্ডে দিনের পর দিন ধরে বিচারের দাবিতে বিক্ষোভ করে চলেছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এই আবহেই এবার বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) একটি পোস্টে ফের ছড়াল চাঞ্চল্য। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস প্রকাশ করে বিষ্ফোরক অভিযোগ করলেন তিনি।
শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সজল ঘোষ (Sajal Ghosh)
কী অভিযোগ করেছেন সজল ঘোষ (Sajal Ghosh)? সোশ্যাল মিডিয়ায় TMCP সভাপতির হোয়াটসঅ্যাপ স্টেটাসের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে একটি দলীয় ‘বিবৃতি’ শেয়ার করেছেন তৃণাঙ্কুর। সেই ‘বিবৃতি’তেই ‘কমিটি’ বানানের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি নেতা (Sajal Ghosh)। তাঁর পোস্টে দেখা যাচ্ছে, বিবৃতিতে কমিটি বানানটি ইংরেজিতে লেখা হয়েছে ‘COMMEITTEE’।
কী অভিযোগ করেছেন বিজেপি নেতা: সোশ্যাল মিডিয়া পোস্টে কটাক্ষের সুরে সজল ঘোষ (Sajal Ghosh) লিখেছেন, ‘*শিক্ষার প্রগতি *সঙ্ঘবদ্ধ *জীবন দেশপ্রেম- এই নিয়েই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, খারাপ লাগে এ কথা ভেবে এই মন্ত্র বুকে নিয়ে একদিন আমরাও শিক্ষাঙ্গন থেকে রাজপথ দৌড়ে বেরিয়েছি l আমি এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভাই তৃণাংকুরের whatsapp স্ট্যাটাসে পেলাম, আমি নিশ্চিত একটু বাদে সেটা ডিলিট করে দেওয়া হবে, সেখানে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসের একটি বিবৃতি আছে, যেখানে কমিটি বানানটা দেখলে আপনি বুঝতেই পারবেন এ কেমন শিক্ষার প্রগতি এই রাজ্যে’।
আরও পড়ুন : TRP টপারের আসন টলমল, ৩ বছর পর জি-এর মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা? গুঞ্জন ছড়াতেই ফাটল বোমা!
বিধায়ক লাভলি মৈত্রও পড়েন প্রশ্নের মুখে: সঙ্গে যোগ করে দিয়েছেন, কেউ যদি বলেন এটা AI, তাই প্রমাণ স্বরূপ আগে থেকেই ভিডিও তুলে রেখেছেন তিনি (Sajal Ghosh)। দরকার পড়লে সেটাও শেয়ার করবেন। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ডিগ্রিতেও অসঙ্গতি তুলে ধরে ‘কারচুপি’র অভিযোগ আনেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছিলেন, সরকারি নথিতে লেখা, ২০২০ সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন লাভলি। এদিকে তাঁর প্রচারপুস্তিকায় লেখা সেন্ট পলস কলেজ। অন্যদিকে বিধানসভার পরিচিতি পুস্তিকায় আবার লেখা গোয়েঙ্কা কলেজ। এই ‘অসঙ্গতি’ তুলে ধরে তৃণমূল বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পালটা বিধায়ক লাভলি মৈত্র দাবি করেন, ওগুলি নাকি ‘ছাপার ভুল’!