৬ বছর সিঙ্গেল থাকার পর দ্বিতীয় ইনিংস, দেবমাল্যর গলাতেই মালা দিতে চলেছেন মধুমিতা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে ফের বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর বেশ কয়েক বছর সিঙ্গেলই ছিলেন তিনি। তবে এবার খুঁজে পেয়েছেন মনের মতো এক জীবনসঙ্গী। তাই দ্বিতীয় বার বিয়ের সিদ্ধান্ত। প্রেমিক দেবমাল্যর গলাতেই মালা দিতে চলেছেন মধুমিতা (Madhumita Sarcar)।

দ্বিতীয় বার বিয়ে করছেন মধুমিতা (Madhumita Sarcar)?

গত বছর পুজোতেই প্রেমে শিলমোহর দিয়েছিলেন মধুমিতা (Madhumita Sarcar)। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কটা লুকিয়ে রাখেননি মোটেই। সে একসঙ্গে পুজো কাটানো হোক বা পাহাড় ভ্রমণ, সোশ্যাল মিডিয়া সাক্ষী থেকেছে দুজনের মিষ্টি প্রেমের। আর এবার বিয়ের সিদ্ধান্তটাও নিয়ে ফেললেন অভিনেত্রী। কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা (Madhumita Sarcar)?

Madhumita Sarcar is reportedly getting married again

কবে বিয়ের পরিকল্পনা: দেবমাল্যর ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী বছরেই বিয়ের পরিকল্পনা রয়েছে টলিপাড়ার এই হট জুটির। ২০২৬ এর জানুয়ারিতেই নাকি বিয়ে করার কথা ভাবছেন তাঁরা। ডিসেম্বর মাসে তাঁদের বাড়িতে আরও একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে বলেও জানায় ওই সূত্র। এখন থেকেই নাকি বিয়ের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কেমন সাজ হতে পারে তা নিয়ে চিন্তাভাবনা করছেন দেবমাল্য এবং মধুমিতা (Madhumita Sarcar)।

আরও পড়ুন : তৃণমূলের “বিবৃতি”-তে একী বানান! নেটমাধ্যমে পোস্ট করে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুললেন সজল ঘোষ

ভেঙে যায় প্রথম বিয়ে: মধুমিতার (Madhumita Sarcar) অভিনয় কেরিয়ারের সূত্রপাত এবং বিয়ে দুটোই খুব কম বয়সে। ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের হাত ধরে কেরিয়ার শুরু হয় তাঁর। নিজের প্রথম সিরিয়ালেরই নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে সাত পাক ঘোরেন মধুমিতা (Madhumita Sarcar)। কিন্তু কয়েক বছর ভালোয় ভালোয় কাটার পরেই তাল কাটে সম্পর্কের।

আরও পড়ুন : দর্শক টানতে এক্কেবারে ফ্রেশ জুটি, পুজোর আগেই আসছে নতুন মেগা! কোন চ্যানেলে?

২০১৯ সালে বিচ্ছেদ হয় মধুমিতা সৌরভের। ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় উত্তরণ হয় অভিনেত্রীর। তখন থেকে নিজেকে সিঙ্গেলই দাবি করতেন তিনি। তবে দেবমাল্যর মধ্যে যে তিনি জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন তা আগেই জানিয়েছিলেন মধুমিতা। এবার দুজনের বিয়ের খবরে শিলমোহর পড়ার অপেক্ষায় অনুরাগীরা।