বাংলাহান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে সামনে এল বিজেপির নয়া স্লোগান। ‘তিসরি বার মোদি সরকার, আব কি বার ৪০০ পার।’ মঙ্গলবার বিজেপির বৈঠকের পর এই স্লোগান সামনে আনার কথা ভাবা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য সামনে এসেছে। বিজেপি (BJP) সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রমুখরা দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে অংশ নেন। বিজেপির এক বর্ষীয়ান নেতা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আব কি বার চারশো পার’ স্লোগান নিয়ে বিজেপি লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছে। তবে এবার তাদের আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রাও বেশ লক্ষণীয়।
আরোও পড়ুন : নয়া রূপে সেজে উঠবে জলপাইগুড়ি! উত্তরবঙ্গের ২৬টি স্টেশন হবে বিশ্বমানের, দেখলে তাক লেগে যাবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ডিসেম্বর মাসে বিজেপির পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়ে পরবর্তী লোকসভা নির্বাচনে সাড়ে তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তবে বিজেপি নতুন বছরে সেই লক্ষ্যমাত্রার থেকেও বেশি আসনের জয়লাভ করার জন্য কোমড় বাঁধছে। ঠিক করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলোতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নাড্ডারা।
দলের কার্যকর্তাদের কিছুদিন আগে নরেন্দ্র মোদি জানান ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে যে ১৬০টি আসনে সাংগাঠনিক দুর্বলতা রয়েছে সেগুলি। স্থির করা হয়েছে এই আসনগুলি বিরোধীদের হাত থেকে ছিনিয়ে আনার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার। মঙ্গলবার বিজেপির এই বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের একবার দিল্লির সিংহাসন দখল করার জন্য মরিয়া পদ্ম শিবির।