বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে ফুল ফর্মে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। সম্প্রতি রাজ্য সভাপতির পদে বসেছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তারপর প্রথমবার উত্তরবঙ্গে গিয়েই দাবাং মুডে শমীক। উত্তরের মাটিতে সরাসরি নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেই।
শমীকের নিশানায় উদয়ন | Shamik Bhattacharya
সোমবার আলিপুরদুয়ারে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন শমীক। সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে জোর আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি। উদয়ন গুহকে ‘দিনহাটার বিপ্লবী’ আখ্যা দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘দিনহাটার বিপ্লবী ছিলেন। বাবার সুপুত্র। বাবাকেও দুর্নীতিগ্রস্ত করে দিয়েছেন। বাবাও না কি চাকরি টাকরি এদিক ওদিক করেছিলেন। ইনি তো তৃণমূলের বিধ্বংসী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন।’
এরপরই প্রশ্ন তুলে শমীকবাবু বলেন, ‘এখন কী এমন হল? কোন ঘটনা ঘটল রাতের অন্ধকারে যে দলবদল করলেন? এখন নতুন তৃণমূল হয়ে কথায় কথায় হুমকি দিচ্ছেন। যার যত হুমকি, রাতে তার তত টেলিফোন। প্রত্যেকেই ফোন করছে। বলছে, চাপে আছি। পুলিশ থেকে শুরু করে সবাই চাপে আছি কারণ তৃণমূল বুঝে গেছে দিন শেষ। বিদায় আসন্ন।’
শমীকের হুঙ্কার,’ আমরা ভেবেছিলাম বাবুঘাটে বিসর্জন দেব। আর সবকিছু কলকাতায় হবে। এখন জগন্নাথদেব বলছেন, আমাকে কষ্ট করে যখন দিঘায় নিয়ে এসেছে তখন সামনে বঙ্গোপসাগরে এই দলটাকে বিসর্জন দিতে হবে।’
আরও পড়ুন: ‘একক বেঞ্চ নিজের ধারণা অনুযায়ী রায় দিয়েছিল’, ৩২০০০ চাকরি বাতিল মামলায় কী বলল হাইকোর্ট?
এদিকে সোমবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে শমীক বলেন, উত্তরবঙ্গে এবার তৃণমূল খাতাই খুলতে পারবে না। বিজেপি নেতার কথায়, ‘যারা উত্তরবঙ্গকে অবহেলিত, পিছিয়ে পড়া বলে চোখের জল ফেলেছে তারা কার্যত উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’