বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া পরাজিত হয়েছে। ভারতীয় দল ওই ম্যাচটি মাত্র ২২ রানে হেরে যায়। এদিকে, লর্ডস টেস্টে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। স্টোকস জানিয়েছেন যে, ২৩ বছর আগে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) লর্ডসের বারান্দায় জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করার বিষয়টি তিনি মাথায় রেখেছিলেন। আর ওই ঘটনাই ইংল্যান্ড দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) মাথায় রেখেই লর্ডস টেস্টে জিতেছে ইংল্যান্ড:
স্টোকস বলেন, পঞ্চম দিনের খেলার আগে, তিনি লর্ডসের বারান্দায় জোফ্রা আর্চারের কাছে সৌরভের (Sourav Ganguly) জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশের কাহিনিটি বলেন। তিনি আর্চারকে জানান সৌরভ কীভাবে সেখানে উচ্ছ্বাস প্রকাশ করে ইতিহাস তৈরি করেছিলেন। সেই বিষয়টি আর্চারের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এবং তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে “গেম চেঞ্জিং” স্পেল প্রয়োগ করেন।
স্টোকস আর্চারকে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) উচ্ছ্বাসের বিষয়টি জানান: স্টোকস বলেন, “আমি সকালে আর্চারকে বলেছিলাম, ‘তুমি কি জানো আজ কোন দিন? ভারত এই দিনে ৩০০-রও বেশি রান তাড়া করেছিল এবং গাঙ্গুলি তাঁর জার্সি খুলে আনন্দ প্রকাশ করেন।’ আর্চার ভেবেছিলেন সেটি বিশ্বকাপ ফাইনাল, যা ৬ বছর আগে ঘটেছিল। কিন্তু আর্চারের মনে পড়ে যায়, ৬ বছর আগে ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। ওই ফাইনালে ইংল্যান্ড ১৪ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধেজয়লাভ করেছিল। এই ঘটনাগুলি আর্চারকে উৎসাহিত করে এবং তিনি ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের উইকেট নেন।
আরও পড়ুন: “অপারেশন সিঁদুর” থিমেই আপত্তি? ফের “টার্গেট” সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো! নোটিস পেতে পারেন সজল ঘোষ
বাঁহাতি ব্যাটারদের শিকার করেছেন আর্চার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জোফ্রা আর্চার ৪ বছর পর টেস্ট ম্যাচ খেলছেন এবং তিনি তাঁর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। লর্ডস টেস্টে আর্চার পাঁচ উইকেট হাসিল করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাঁচবারেই তিনি বাঁহাতি ব্যাটারদের আউট করেন।
আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী! জাদেজার লড়াই ব্যর্থ করেই লর্ডস টেস্ট জিতল ইংল্যান্ড
প্রথম ইনিংসে তিনি জয়সওয়াল এবং সুন্দরকে আউট করেছিলেন। দ্বিতীয় ইনিংসে, আর্চার আবার জয়সওয়াল এবং সুন্দরের উইকেট নেন এবং ঋষভ পন্থকেও আউট করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।তবে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। যিনি ওই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং ৭৭ রানও করেছিলেন। শুধু তাই নয়, তিনি প্রথম ইনিংসে পন্থকে রান আউটও করেছিলেন। যা এই ম্যাচের অবস্থা এবং দিক পরিবর্তন করে দিয়েছিল। এছাড়াও, তাঁর অধিনায়কত্বও ছিল অসাধারণ।