বাংলা হান্ট ডেস্কঃ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) ও তাঁর সহযাত্রীদের সফল মহাকাশ ফেরত সফর ঘিরে যখন গোটা দেশ গর্বিত, ঠিক তখনই বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj)। তাঁর দাবি, “এই অভিযানে শুভাংশুর বদলে কোনও দলিত বা অনগ্রসর শ্রেণির (SC/ST/OBC) মানুষকে পাঠানো যেত।” দেশবাসীর চোখে আনন্দের মুহূর্তে কংগ্রেস নেতার এমন মন্তব্য অস্বস্তি তৈরি করেছে রাজনৈতিক মহলে।
রাকেশ শর্মা থেকে শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla), উদিত রাজের মন্তব্যে চাপা ক্ষোভ
প্রাক্তন আইএএস ও কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, “রাকেশ শর্মাকে আগেই পাঠানো হয়েছিল। এসসি, এসটি, ওবিসিরা ততটা শিক্ষিত ছিল না। এবার শুক্লার জায়গায় যেকোনো দলিত/এসসি/এসটি বা ওবিসিদের পাঠানো যেত…..” এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, মহাকাশ অভিযানের মতো বৈজ্ঞানিক কৃতিত্বে জাতপাত টানা খুবই দুঃখজনক।
কংগ্রেস নেতার এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও কংগ্রেসের তরফে এই মন্তব্যকে ব্যক্তিগত মত বলে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে এমন গর্বের মুহূর্তে উদিত রাজের মন্তব্য দেশের জন্য ‘অসম্মানজনক’ বলে কটাক্ষ করেছে বিরোধীরা।
কংগ্রেস নেতার এমন মন্তব্যে মহাকাশ অভিযানের সাফল্য যেমন আড়ালে চলে যাচ্ছে, তেমনই দলীয় অস্বস্তিও বাড়ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।