এগিয়ে আসছে মাধ্যমিক! তার আগেই ১৪ দফা প্রশ্নমালা সাজিয়ে এক্কেবারে রেডি পর্ষদ

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে শুরু হতে চলেছে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ২ফেব্রুয়ারি। অন্যদিকে সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি কান্ডে বহু শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করা হয়েছে।

তাই আগে থেকেই পর্ষদ নিশ্চিত করতে চাইছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ও শিক্ষা কর্মীর উপস্থিতি। এই সংক্রান্ত নজরদারির জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি জেলায় বিশেষ টিম তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি জেলার রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে পর্ষদের কাছে জমা দেবে এই টিম।

আরোও পড়ুন : মকর সংক্রান্তির দিন দান করুন এই পাঁচটি জিনিস, জীবনে সৌভাগ্য ও অর্থ আসবে ঝড়ের মতো

মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য কতটা প্রস্তুত পরীক্ষা কেন্দ্রগুলি? তা যাচাই করার জন্য পর্ষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ১৪ দফা প্রশ্নমালা। এই প্রশ্নমালা টিমগুলিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পর্যালোচনা করে তার রিপোর্ট পর্ষদকে পাঠাতে হবে বলে সূত্রের খবর।পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরোও পড়ুন : ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও নো চিন্তা! নয়া নিয়ম চালু করল RBI, আর দিতে হবে না ফাইন

ঘর, পরীক্ষার ব্যবস্থা, বেঞ্চ, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে পর্ষদকে। সূত্রের খবর, এবছর রাজ্য জুড়ে ২৫০০ টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষক-শিক্ষিকা রয়েছে কিনা তা আগে থেকে নিশ্চিত হতে চায় পর্ষদ।

madhyamik exam

ডিস্ট্রিক্ট মনিটরিং টিমকে সশরীরে পরিদর্শন করতে যেতে হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র। পরিদর্শনের পর রিপোর্ট ৭ দিনের মধ্যে পর্ষদকে পাঠাতে হবে। এই তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য হল পরীক্ষা চলাকালীন কোনও রকম অশান্তি বা অভিযোগ যাতে না ওঠে। পর্ষদের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর