‘উত্তরবঙ্গ বঞ্চিত, পশ্চিমবঙ্গ ‘পশ্চিম পাকিস্তান’ হওয়ার পথে’, বিস্ফোরক মন্তব্য শমীকের

Published on:

Published on:

Samik Bhattacharya warns of West Bengal turning Pakistan

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগ আবারও তুললেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। শনিবার শিলিগুড়িতে এক সভায় তিনি বলেন, রাজ্য সরকার উত্তরবঙ্গের দিকে নজরই দেয় না। বাজেটের টাকাও নাকি ঠিকমতো খরচ হয় না। তাঁর কথায়, ‘‘উত্তরবঙ্গের জন্য বরাদ্দ একবারই বেশি হয়েছিল, তখন খরচ হয়েছিল ৪১ শতাংশ। বাকি সময় ঘোরাফেরা করে ২১ থেকে ২৪ শতাংশে।’’

‘এই বাজেটে উত্তরবঙ্গের কী হবে?’ প্রশ্ন তোলেন শমীক (Samik Bhattacharya)

স্মৃতি উসকে শমীক (Samik Bhattacharya) বলেন, একবার বিধানসভায় উত্তরবঙ্গের বাজেট ঘোষণা হয়েছিল। সেই সময় তিনি একমাত্র বিধায়ক হিসেবে প্রতিবাদ করেছিলেন। তৃণমূলেরই এক নেতা, গৌতম দেব সেখানে ছিলেন, কিন্তু প্রতিবাদ করেননি বলেই অভিযোগ তাঁর। ‘‘আমি একা উঠে দাঁড়িয়ে বললাম—এই টাকায় উত্তরবঙ্গের কী হবে? কেউ কথা বলেনি। শেষে গৌতমবাবু বললেন, একটু বাড়ালে ভালো হয়। গলায় আওয়াজই ছিল না!’’

‘আবার আসিব ফিরে’ বলেই জেলে, বাংলা কি নিরাপদ?

বাংলাদেশের কথা টেনে এনে শমীক (Samik Bhattacharya) বলেন, ‘‘একজন ইসকন সন্ন্যাসী জীবনানন্দ দাশের কবিতা পড়ছিলেন—‘আবার আসিব ফিরে…’ বলে এখন জেলে! যিনি তাঁকে খাবার দিতে যেতেন, তিনিও জেলে।’’ তিনি আরও বলেন, মৌলবাদীরা সেখানে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির ৭০ হাজার বই পুড়িয়ে দিয়েছে। তাঁর দাবি, সেই একই মানসিকতা এখন পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ছে।

মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে শমীক (Samik Bhattacharya) বলেন, ‘‘ওখানে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে-মেয়েদের ওপর আক্রমণ হচ্ছে। তাদের বই জ্বালানো হচ্ছে। এটা বন্ধ করতে হবে এখনই। না হলে পশ্চিমবঙ্গ হয়ে যাবে পশ্চিম পাকিস্তান।’’ তাঁর কথায়, এই আগুন শুধু ধর্মের নয়, বাংলা ভাষা, সংস্কৃতির ওপরেও আঘাত করছে।

Samik Bhattacharya warns of West Bengal turning Pakistan

আরও পড়ুনঃ বাংলায় রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কত? জেলাভিত্তিক তথ্য সামনে আনলেন শুভেন্দু

এ রাজ্যে বিনিয়োগ না আসা নিয়েও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন শমীক (Samik Bhattacharya)। তাঁর দাবি, ‘‘পুঁজি চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে। চাকরি নেই, উদ্যোগ নেই। শুধু ভোট আর দাঙ্গার রাজনীতি চলছে।’’ বিজেপি সভাপতি মনে করেন, সাধারণ বাঙালিকে এই সময় চুপ থাকলে চলবে না। প্রতিবাদেই বাঁচবে বাংলা।