বাংলা হান্ট ডেস্কঃ এক দিনের সফরে দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারি প্রকল্পের উদ্বোধন থেকে দলীয় সভা, দু’টি কর্মসূচিতেই থাকবেন তিনি। প্রস্তুতি এখন তুঙ্গে। ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্টেডিয়ামে তৈরি হয়েছে আলাদা দুটি মঞ্চ। প্রধানমন্ত্রীর জন্য সাজো সাজো রব গোটা দুর্গাপুরে।
নেহরু স্টেডিয়ামে দু’টি মঞ্চ, সরকারি ও দলীয় কর্মসূচি
বেলা ২টো ৩৫ মিনিটে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামবেন মোদী। সেখান থেকে সড়কপথে যাবেন নেহরু স্টেডিয়ামে। বেলা ৩টেতে শুরু হবে সরকারি অনুষ্ঠান। সেখানে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর ৩টে ৪৫ মিনিট নাগাদ পাশের আরেকটি মঞ্চ থেকে বিজেপি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণ শেষ করে বিকেল ৫টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি (Narendra Modi)।
ভিড় সামলাতে কড়া নজর, আসছেন মিঠুন, শুভেন্দুরাও
প্রধানমন্ত্রীর রোডশো ঘিরে গান্ধী মোড় থেকে রাস্তার দুই ধারে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত থাকতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সরকারি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ। রাজ্য নেতৃত্বের মধ্যে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মঞ্চে দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।
প্রস্তুতি তদারকিতে জোরদার নজর বিজেপির
দুর্গাপুর সফরকে সফল করতে আগে থেকেই শহরে উপস্থিত হয়েছেন বিজেপি নেতারা। সুনীল বনশল সবকিছু খতিয়ে দেখে গিয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ সহ একাধিক নেতা সক্রিয়। বৃহস্পতিবার শহরে যাবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও (Samik Bhattacharya)। দুপুর তিনটেয় সাংবাদিক বৈঠক করবেন তিনি।
আরও পড়ুনঃ ‘উত্তরবঙ্গ বঞ্চিত, পশ্চিমবঙ্গ ‘পশ্চিম পাকিস্তান’ হওয়ার পথে’, বিস্ফোরক মন্তব্য শমীকের
প্রধানমন্ত্রীর এই সফর যে একাধিক রাজনৈতিক বার্তা বহন করছে, তা বলাই বাহুল্য। লোকসভা ভোটের আগে দুর্গাপুরের মাটি থেকে বার্তা দিতে চান মোদী (Narendra Modi)। একদিকে সরকারি প্রকল্প, অন্যদিকে দলীয় শক্তি প্রদর্শন,দুটি উদ্দেশ্যেই তাঁর সফরকে গুরুত্ব দিচ্ছে বিজেপি (BJP)। তৃণমূলের (TMC) তরফেও গোটা বিষয়টির দিকে কড়া নজর রাখা হচ্ছে।