মোদীর হাত ধরে ৫০০০ কোটির প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় দুর্গাপুর! কোন খাতে কত বরাদ্দ?

Published on:

Published on:

Narendra Modi to visit Durgapur to inaugurate 5,000 crore project

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল দুর্গাপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরে তিনি একাধিক পরিকাঠামো ও শক্তি খাতে (Energy Sector) মোট ₹৫০০০ কোটিরও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। লক্ষ্য, রাজ্যে শিল্প, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থায় গতি আনা।

তেল ও গ্যাস খাতে বড় লগ্নি

বাঁকুড়া ও পুরুলিয়ায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (City Gas Distribution) প্রকল্পের কাজ শুরু হবে। ভারত পেট্রোলিয়াম (BPCL)-এর এই প্রকল্পে ঘরোয়া (PNG), বাণিজ্যিক ও পরিবহন (CNG) ব্যবহারে গ্যাস সরবরাহ বাড়বে। পাশাপাশি দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি গ্যাস পাইপলাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi), যা ‘উর্জা গঙ্গা’ (Urja Ganga) প্রকল্পের অন্তর্গত।

বিদ্যুৎ ও পরিবেশে নজর

দূষণ কমাতে দুর্গাপুর ও রঘুনাথপুরের (Raghunathpur) থার্মাল বিদ্যুৎ কেন্দ্রে ফ্লু গ্যাস ডিজালফারাইজেশন (FGD) প্রযুক্তি যুক্ত হচ্ছে। প্রায় ₹১৪৫৭ কোটির এই প্রকল্প পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থানও তৈরি করবে।

রেল ও সড়ক পরিকাঠামোতে উন্নয়ন

পুরুলিয়া-কোটশিলা রেললাইন দ্বিগুণ করা হচ্ছে, যার ফলে শিল্পাঞ্চলের সঙ্গে শহরের সংযোগ আরও মজবুত হবে। পশ্চিম বর্ধমানে তৈরি হচ্ছে দুটি নতুন রোড ওভার ব্রিজ (Road Overbridge), যা দুর্ঘটনা কমাতে সাহায্য করবে।

Narendra Modi to visit Durgapur to inaugurate 5,000 crore project

আরও পড়ুনঃ ব্লক অফিসে রাজস্ব দুর্নীতির অভিযোগে নড়েচড়ে বসল নবান্ন, তদন্তের নির্দেশ অর্থ দফতরকে

উন্নয়নের হাত ধরে মোদীর (Narendra Modi) বার্তা

এই সফর জুড়ে রাজ্যবাসীর কাছে কেন্দ্রের ‘উন্নয়ন বার্তা’ পৌঁছে দেওয়াই মোদীর (Narendra Modi) মূল লক্ষ্য, এমনটাই মনে করছেন প্রশাসনের শীর্ষ মহল। শিল্প, পরিবেশ ও সংযোগ ব্যবস্থা, তিন দিকেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্র।