২১শে জুলাইয়ের মঞ্চে থাকছেন না দেব? Instagram-এর ছবিতে মিলল বড় ইঙ্গিত

Published on:

Published on:

Trinamool Congress MP Dev skips Shahid Diwas rally for Scotland trip

বাংলা হান্ট ডেস্কঃ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইউরোপে গিয়েছেন টলিউড অভিনেতা তথা তৃণমূল (Trinamool Congress) সাংসদ দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় নিজেই স্কটল্যান্ডের ছবি শেয়ার করেছেন তিনি। আর সেই ছবি ঘিরেই রাজনীতির আঙিনায় উঠছে প্রশ্ন, ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভায় তবে কি থাকছেন না দেব?

দলীয় কর্মসূচির আগেই দেবের এই বিদেশ সফর নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। শাসকদলের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দেবের ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট থেকেই আঁচ মিলছে, ছুটি কাটাতে তিনি এখন স্কটল্যান্ডে।

শহিদ দিবসের মঞ্চ থেকে দূরে দেব?

প্রতি বছর শহিদ দিবসের মঞ্চে দেবের উপস্থিতি যেন একটা আলাদা মাত্রা যোগ করে। কিন্তু এবার সেই মঞ্চেই যদি দেব না থাকেন, তবে কি কোনও বার্তা রয়েছে এর মধ্যে? না কি নিছক পারিবারিক সফর বলেই দেখছে তৃণমূল (Trinamool Congress)? দলের অন্দরের একাংশ বলছে, দেব সাধারণত রাজনৈতিক মঞ্চে খুব সক্রিয় নন। সাংসদ হলেও তিনি লোকসভায়ও তুলনামূলক কম উপস্থিত থাকেন। ফলে একুশে জুলাইয়ে না থাকাটা দলের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়।

টালিগঞ্জের রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতেও দেবের সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবুও ২১ জুলাইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির আগে বিদেশ সফর বিরল ঘটনা। এই ঘটনা নিয়ে তৃণমূলের (Trinamool Congress) তরফে কেউ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর এই সফর আগে থেকেই ঠিক ছিল। শহিদ দিবসে অনুপস্থিত থাকা নিয়ে তিনি নিজে কী বলবেন, তা এখনও জানা যায়নি।

TMC MP Dev skips Shahid Diwas rally for Scotland trip

আরও পড়ুনঃ ‘আর কতটা সহ্য করবে জনগণ?’ ২১ জুলাইয়ের প্রস্তুতি শুনেই অসন্তুষ্ট হাইকোর্ট

২১ জুলাইয়ের বার্তা পাঠাবেন দেব?

এতকিছুর পরেও জল্পনা থেকেই যাচ্ছে। দেব নিজে শহিদ দিবসের মঞ্চে না থাকলেও কি অনলাইনে বার্তা পাঠাবেন? নাকি একেবারেই দূরত্ব তৈরি করলেন তিনি? আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো মিলবে উত্তর। তবে আপাতত স্কটল্যান্ডের সবুজ উপত্যকা থেকে দেবের ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে রাজনীতি।