বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে জনসভা ঘিরে সাজো সাজো রব বিগত কয়েকদিন ধরেই। ছাব্বিশের নির্বাচনের আগে এই জনসভা ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রাজনৈতিক মহলেও জল্পনা কম নেই। একই সঙ্গে চর্চার কেন্দ্রে রয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি কি যাবেন মোদীর সভায়? এ নিয়ে সারাদিন ধরেই চলেছে জল্পনা।
নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)
বর্তমানে বিজেপিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) অবস্থান নিয়ে এমনিতেই নানান গুঞ্জন শোনা যায়। কিছুদিন আগেই অবশ্য রাজ্য বিজেপির নব নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সব জল্পনার অবসান ঘটিয়েছিলেন তিনি। দলবদলের জল্পনাও নস্যাৎ করে জানিয়েছিলেন, ‘দিলীপ ঘোষ সেলেবেল নয়’। কিন্তু এই আবহেই নতুন আপডেট এসেছে, নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh), সূত্রের খবর বলছে এমনটাই।
কী বললেন বিজেপি নেতা: সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে নাকি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, দুর্গাপুরের সভাতে তিনি যাচ্ছেন না। মেদিনীপুর জোনে যদি সভা হয় তখন যাবেন। পার্টিকে তিনি বিড়ম্বনায় ফেলতে চান না, ঘনিষ্ঠ মহলে তিনি এমনটাই বলেছেন বলে খবর সূত্রের। সকাল থেকে তাঁর দুর্গাপুরের সভায় যাওয়া নিয়ে অনিশ্চয়তার দোলাচল থাকলেও সন্ধ্যায় এল এমনই খবর।
আরও পড়ুন : দু সপ্তাহ ধরে চলবে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমেস্টারের রুটিন প্রকাশ সংসদের, জারি কড়া নির্দেশিকা
দুর্গাপুর থেকেই লড়েছিলেন নির্বাচনে: চব্বিশের লোকসভা নির্বাচনে দুর্গাপুর থেকেই বিজেপির হয়ে লড়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তা নিয়েও কম চর্চা হয়নি। দিলীপের চিরাচরিত কেন্দ্র মেদিনীপুর থেকে তাঁকে টিকিট না দিয়ে দুর্গাপুরে ভোটে দাঁড় করানোয় বিস্তর জলঘোলা হয়েছিল। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে কড়া টক্কর দিলেও অবশ্য শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয় তাঁকে।
আরও পড়ুন : মাছ-মাংস তো অনেক খেলেন, ফেলে না দিয়ে এই বীজ দিয়ে বানান কাটলেট, জমে যাবে চায়ের সঙ্গে
উল্লেখ্য গত মঙ্গলবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, শেষ নির্বাচনের সময়েও অনেক জায়গায় জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তিনি নিজেই সে সময় নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। আগে আলিপুরদুয়ারেও এসেছিলেন, কিন্তু অতদূরে যেতে পারেননি তিনি। শুক্রবারের সভার বিষয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘কর্মীরা ডেকেছে দুর্গাপুরে। সেখানে চলে যাব। সবার জন্য কোনও আমন্ত্রণপত্র হয়না’।