বাংলা হান্ট ডেস্ক: ভারত (Team India) এবং ইংল্যান্ডের মধ্যে বর্তমানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। যার ৩ টি ম্যাচ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেখানে ইংল্যান্ড দল ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন এই সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সম্পন্ন হবে। যেটি আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে এবং ২৭ জুলাই পর্যন্ত চলবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ওই টেস্টে ভারতীয় দলে কোন কোন পরিবর্তন হতে পারে।
চতুর্থ টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার (Team India) প্লেয়িং ইলেভেন:
করুণ নায়ার বাদ পড়বেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ৮ বছর পর টিম ইন্ডিয়ার (Team India) হয়ে টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন করুণ নায়ার। কিন্তু গত ৩ টি টেস্ট ম্যাচে, নায়ারের ব্যাট নজর কাড়তে পারেনি। প্রথম উইকেটের পতনের পর করুণ নায়ারেরও উইকেটের পতন ভারতের পক্ষে যাচ্ছে না। করুণ নায়ার ৩ টি টেস্ট ম্যাচের ৬ টি ইনিংসে একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি। এমতাবস্থায়, করুণ নায়ারের পরিবর্তে চতুর্থ টেস্টে সুযোগ পেতে পারেন সাই সুদর্শন।
ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি,ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক),জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার এবং শোয়েব বশির।
আরও পড়ুন: চিনের দাপট এবার হবে শেষ! ভারতেই মিলল বিরল সম্পদের ভাণ্ডার, অবাক গোটা বিশ্ব
ম্যানচেস্টারের পিচ রিপোর্ট: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো বলে মনে করা হয়। এই মাঠটি সমানভাবে বাউন্স দেয়। যার ওপর সহজেই শট নেওয়া যায়। এই মাঠে, নতুন বলের সাহায্যে ফাস্ট বোলাররা শুরুতেই সুইং পেতে পারেন। তাই, এখানে টস খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৩০০-৩৫০ রান করা সম্ভব।
আরও পড়ুন: ক্রিকেটের দুনিয়ায় “দাদাগিরি” পাকিস্তানের! অদ্ভুত দাবি নিয়ে এই দলকে দিল “হুমকি”
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী: প্রসঙ্গত উল্লেখ্য, ম্যানচেস্টারে এখনও পর্যন্ত ৮৬ টি টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। যার মধ্যে প্রথমে ব্যাট করা দল ৩২ বার জিতেছে। যেখানে প্রথমে বোলিং করা দল ১৭ বার জয়ের স্বাদ পেয়েছে। এমতাবস্থায়, চতুর্থ টেস্টে, যে দল প্রথমে ব্যাট করে প্রায় ৩৫০ রান করতে পারবে সেই দলই এই ম্যাচটি জেতার ক্ষেত্রে এগিয়ে থাকবে।