বাংলা হান্ট ডেস্ক: স্বপ্ন দেখা যতটা সহজ, তা পূরণ করা ততটাই কঠিন। প্রত্যেক সফল মানুষের সফলতার মধ্যে এমন এক অদম্য লড়াইয়ের চরম বাস্তব থাকে (Success Story) যা বাকিদেরও উজ্জীবিত পারেন। শুধু তাই নয়, সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করেই তাঁরা সফল হয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই একটা লড়াকু পড়ুয়ার প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি সমস্ত চ্যালেঞ্জকে জয় করেই IIT-তে পড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।
IIT JAM ২০২৫ পরীক্ষায় ৬৪৯ তম স্থান অর্জন (Success Story):
মূলত, আজ আমরা আপনাদের কাছে অতুল কুমারের বিষয়ে জানাবো। যিনি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি ছোট গ্রাম বিরন দেওয়ালের বাসিন্দা। অতুল IIT JAM ২০২৫ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে (AIR) ৬৪৯ তম স্থান অর্জন করেছেন। তিনি এবার দেশের নামকরা প্রতিষ্ঠান IIT মাদ্রাজ-এ Msc গণিতে ভর্তি (Success Story) হতে চলেছেন। অতুল একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা-মা কেদারনাথ ধামে ঘোড়া এবং খচ্চর চালকের কাজ করেন। সেখান থেকে উপার্জিত অর্থেই তাঁর পরিবারের ভরণপোষণ চলে।
দশম-দ্বাদশ শ্রেণিতে স্টেট টপার: অতুলের শিক্ষাজীবন শুরু থেকেই ছিল চ্যালেঞ্জে ভরা। তিনি উত্তরাখণ্ডের একটি সরকারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। প্রথম থেকেই অতুল পড়াশোনায় অত্যন্ত মেধাবী। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় তিনি ৯৪.৮ শতাংশ নম্বর পেয়ে সমগ্র রাজ্যে ১৭ তম স্থান অধিকার করেন। এরপর, তিনি দ্বাদশ শ্রেণিতে ৯২.৮ শতাংশ নম্বর পেয়ে সমগ্র রাজ্যে ২১ তম স্থান অর্জন (Success Story) করেন। তারপরেই অতুল বিজ্ঞানে স্নাতক (Bsc) করার সিদ্ধান্ত নেন। বর্তমানে, তিনি শ্রীনগরের হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয় থেকে B.Sc করছেন এবং তিনি অন্তিক বর্ষের ছাত্র।
আরও পড়ুন: একী কাণ্ড! পাকিস্তানে সফর করতে চলেছেন ট্রাম্প? সামনে এল বড় আপডেট
IIT মাদ্রাজে পড়বেন: আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা অতুল নিজেও তাঁর পড়াশোনার খরচ বহন এবং পরিবারের ভরণপোষণের জন্য কেদারনাথে কাজ শুরু করে। তিনি তাঁর বাবা-মায়ের মতো খচ্চরে জিনিসপত্র বহন করতে শুরু করেন। তবে, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও, অতুল কখনও পড়াশোনা ছেড়ে দেননি। কাজের পাশাপাশি পড়াশোনার প্রতিও তিনি যথেষ্ট মনোযোগী ছিলেন। যার ফলস্বরূপ, অতুল IIT JAM ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ (Success Story) হন।
বর্তমানে তিনি দেশের মর্যাদাপূর্ণ ইনস্টিটিউট, IIT মাদ্রাজ (চেন্নাই)-তে M.Sc গণিত কোর্সের জন্য নির্বাচিত হয়েছেন। এই অর্জন কেবল তাঁর পরিবারের জন্যই নয় বরং, পুরো গ্রাম এবং জেলার জন্যও গর্বের (Success Story)। অতুলের এই সাফল্য সকলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা আর্থিক প্রতিকূলতা সহ বিভিন্ন চ্যালেঞ্জকে উপেক্ষা করে স্বপ্ন দেখছেন তাঁদের কাছেও অতুল হয়ে উঠেছেন দৃষ্টান্ত।