কম খরচে পাহাড় ঘোরা সম্ভব, কালিম্পংয়ের এই গ্রাম দেবে আপনাকে সেই সুযোগ

Updated on:

Updated on:

Kalimpong to witness a ceremony on the Kangchenjunga mountain and rive

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ প্রিয় মানুষ তথা বাঙালির বেড়ানো মানেই সবার আগে ‘দী-পু-দা’। কিন্তু সেই বিষয়ে এখন কিছুটা বদল এসেছে। বর্তমানে ভ্রমণ প্রিয় মানুষেরা উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামে সময় কাটাতে বেশি পছন্দ করছে। অফবিটের নেশায় এখন ভ্রমণপিপাসুরা এমন জায়গা খুঁজে নিচ্ছে। যার ঠিকানা এর আগে কেউ জানত না। দু’ রাত তিন দিনের জন্য একদম আদর্শ এই ছোট ছোট অফবিট ডেস্টিনেশনগুলো। এমন একটি জায়গা রয়েছে কালিম্পংয়ে (Kalimpong)। কালিম্পং এর একটি ছোট্ট গ্ৰাম কাগে। জায়গাট তেমন পরিচিত না হলেও একবার এলেই মনে হবে এই ছোট্ট জনপদকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে তার অপরূপ দিয়ে।

কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি গ্ৰাম কাগে (Kalimpong)

পাহাড় প্রিয় মানুষ হোক কিংবা ভ্রমন প্রিয় মানুষ ঘুরতে যেতে মন চাইলেই প্রথম মনে আসে উত্তরবঙ্গের কথা। পাশাপাশি অফবিটে ঘোরার নেশা এখন ট্রেন্ডে। তেমনই একটি অফবিট জায়গা হল কাগে। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট একটি গ্রাম এটি। কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত পেডিং। পেন্ডিং থেকে কিছুটা দূরে অবস্থিত কাগে। পেডিং থেকে গাড়িতে করে কাগে যেতে সময় লাগে আধ ঘন্টা। এই রুটে বেড়াতে গেলে কমপক্ষে দুদিন অনায়াসে কাটিয়ে আসতেই পারেন। এখানকার শান্ত পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনার মন ভাল করতে বাধ্য।

কি ভাবে যাবেন কোথায় থাকবেন ?

শিয়ালদহ থেকে ট্রেনে করে নামতে হবে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে কাগে যাওয়ার শেয়ার গাড়ি পাবেন না। অতএব আপনাকে যেতে হবে রিজার্ভের গাড়িতে। কাগে যেতে গাড়ি ভাড়া লাগবে ৫ হাজার টাকা। এ ছাড়া এনজেপি থেকে কালিম্পং শহর পর্যন্ত শেয়ার গাড়ি পাবেন, তারপর সেখান থেকে আবার গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে কাগে। যদি বন্ধুদের সঙ্গে বা সপরিবারে কালিম্পং কিংবা সিকিম ঘুরে দেখার পরিকল্পনা থাকে, সে ক্ষেত্রে গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো। এছাড়াও, এখানে হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে। তাই আগের থেকে বুক করে আসা ভালো।

Kalimpong to witness a ceremony on the Kangchenjunga mountain and rive

আরও পড়ুন: ভোগান্তি কমার আশায় নিত্যযাত্রীরা, ভিড় সামলাতে বাড়ল ট্রেন সংখ্যা, রইল টাইম টেবিল…

কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন?

এখানে পাখির ডাক ছাড়া আর কারও গলা শুনতে পাবেন না। পাশাপাশি যতদূর চোখ যাবে সবুজে মোড়া পাহাড় দেখতে পাবেন। আর আকাশ পরিষ্কার থাকলে উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা। অবশ্যই খুব ভোরে ঘুম থেকে না উঠলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া মুশকিল। এখানে আপনি চাইলে হেঁটে অঞ্চলটা ঘুরতে পারেন। পাশাপাশি এই গ্রামে রয়েছে একটি গির্জা। এছাড়াও, কাগে থেকে পেডংও ঘুরতে যেতে পারেন মুডং জলপ্রপাত, রিশপ ভিউ পয়েন্ট, টিফিন দাড়া, দুকা ঝর্না, ছাঙ্গে জলপ্রপাত। কিংবা কাগে একরাতে কাটিয়ে পরদিন পৌঁছে যেতে পারেন সিলেরি গাঁও, ইচ্ছে গাঁওতে।