বাংলা হান্ট ডেস্কঃ দু’মাস পর ফের বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে (Nehru Stadium) রয়েছে তাঁর জোড়া কর্মসূচি, প্রথমে প্রশাসনিক, পরে রাজনৈতিক সভা। বেলা ২টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামার পর সোজা পৌঁছে যাবেন সভাস্থলে। আর সেখান থেকেই তিনি ঘোষণা করতে চলেছেন ৫৪০০ কোটির উন্নয়ন প্রকল্প।
গ্যাস, রেল, সড়ক, সব দিকেই উন্নয়ন বার্তা
প্রধানমন্ত্রীর সরকারি সভায় আজ উদ্বোধন এবং শিলান্যাস হবে একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের। বাঁকুড়া-পুরুলিয়ার নগর গ্যাস সরবরাহ, দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, পুরুলিয়া-কোটশিলার ৩৬ কিমি রেল ডাবল লাইন এবং তোপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটি রোড ওভার ব্রিজ আজ থেকেই চালু হচ্ছে। একইসঙ্গে দূষণ কমাতে রঘুনাথপুর ও দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে চালু হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (Flue Gas Desulphurisation) ব্যবস্থা।
রাজনীতির মঞ্চে মোদী (Narendra Modi), বার্তা শাসকদের উদ্দেশে
সরকারি কর্মসূচি মিটেই, বিকেল ৩.৪৫ মিনিটে শুরু হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভা (Political Rally)। বিজেপি সূত্রে খবর, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই সভা থেকেই মোদী তৃণমূলের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পারেন। রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) অধীনে এটিই প্রথম বড়সড় জনসভা—তাই দলের মধ্যেই এই সভাকে ঘিরে প্রবল উত্তেজনা। প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-ও সরেজমিনে প্রস্তুতি দেখে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করে নিজেই বঙ্গ সফরের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। স্থানীয় বাসিন্দাদের মতে, দুর্গাপুর জুড়ে যেন উৎসবের আমেজ। সভাস্থলে চলছে সাজসজ্জা, বিতরণ করা হয়েছে আমন্ত্রণপত্র, পুজো চলছে স্থানীয় কালীমন্দিরে। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, মোদীর (Narendra Modi) আজকের ভাষণ থেকেই স্পষ্ট হবে রাজ্যে বিজেপির ভবিষ্যৎ রণনীতি।
এই বছর মে মাসে আলিপুরদুয়ার সফরের পর এটি মোদীর (Narendra Modi) দ্বিতীয় বাংলা সফর। দুর্গাপুর লোকসভা কেন্দ্র, যা একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল, সেখান থেকেই আজ নতুন করে ঘুঁটি সাজাচ্ছেন মোদী (Narendra Modi)। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজ্যে বিজেপির সক্রিয়তা (BJP Strategy) বাড়ছে বলেই মত রাজনৈতিক মহলের।