বাংলা হান্ট ডেস্কঃ স্কুলে বোমা রাখার হুমকি (Bomb Threat) ফের কাঁপিয়ে দিল রাজধানী দিল্লিকে (Delhi)। শুক্রবার সকালেই একসঙ্গে ২৩টি স্কুলে ই-মেল আসে, যেখানে লেখা ছিল, “এই পৃথিবী থেকে তোদের সবাইকে মুছে দেব। কেউ বাঁচবে না।” এই বার্তার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। সঙ্গে সঙ্গে স্কুল খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড।
চার দিন ধরে আসছে হুমকি
শুধু শুক্রবার নয়, আগের তিন দিন, সোম, মঙ্গলবার ও বুধবারও একই ধরনের ই-মেল (Bomb Threat) এসেছে দিল্লির বিভিন্ন স্কুলে। মঙ্গলবার সেন্ট স্টিফেনস কলেজ (St Stephens College) চত্বরে উদ্ধার হয় চারটি দেশি বিস্ফোরক (desi explosive) ও দু’টি প্যাকেট আরডিএক্স (RDX)। পুলিশ জানায়, দুপুর ২টোর সময় সেখানে বিস্ফোরণের ছক ছিল। বিস্ফোরক পাওয়া যায় কলেজের লাইব্রেরি ও অন্যান্য জায়গা থেকে।
আজ যেসব স্কুলে হুমকি (Bomb Threat) এসেছে, তার মধ্যে রয়েছে সেন্ট জেভিয়ার্স, রিচমন্ড গ্লোবাল, অভিনব পাবলিক ও সোভেরেইন স্কুল। পড়ুয়া ও কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিভাবকরাও ছুটে আসেন স্কুলে। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ক্লাস।
এই ঘটনার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সরকারকে। তিনি বলেন, “আজ একসঙ্গে ২০টির বেশি স্কুলে বোমা রাখার হুমকি (Bomb Threat) এসেছে! ভাবুন, অভিভাবক ও পড়ুয়াদের মনের ভিতর দিয়ে কী যাচ্ছে। দিল্লিতে ৪ ইঞ্জিনের বিজেপি সরকার (BJP Government) চলছে, কিন্তু তারা বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছে না।”
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সভা ঘিরে উৎসবের চেহারা দুর্গাপুরে, শেষ মুহূর্তের সাজে শমীকদের মেগা পরিকল্পনা
হুমকির ই-মেল পাঠানো ব্যক্তি নিজের মানসিক সমস্যার বিষয়টি স্পষ্ট। মেলে সে লিখেছে, “আমি নিজেকেও শেষ করে দেব।” পুলিশের সন্দেহ, মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি এই সব ই-মেল পাঠাচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেল।