বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের (India) পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তোলার লক্ষ্যে সড়কগুলির প্রতি যথেষ্ট নজর দিচ্ছে সরকার (Government)। শুধু তাই নয়, রেকর্ড পরিমাণে তৈরি হচ্ছে নতুন সড়কও। ঠিক এই আবহেই, একটি বড় পরিসংখ্যান এবার সামনে এসেছে। যেটির পরিপ্রেক্ষিতে একটি চমকপ্রদ টুইট করেছেন দেশের বিখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)।
উল্লেখ্য যে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আনন্দ মাহিন্দ্রা যথেষ্ট সক্রিয় থাকেন। শুধু তাই নয়, তাঁর পোস্টগুলি প্রায়শই উঠে আসে খবরের শিরোনামেও। সেই রেশ বজায় রেখেই এবার তিনি দেশের সড়কের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান শেয়ার করেছেন। মূলত, তিনি বিশ্বের সেই দেশগুলির তালিকা উপস্থাপিত করেছেন যেখানে বিশ্বের সবচেয়ে বৃহৎ সড়ক নেটওয়ার্ক রয়েছে। আর ওই তালিকা অনুসারে, ভারত এখন সড়ক নেটওয়ার্কের নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে। যার সামনে রয়েছে শুধুমাত্র আমেরিকা।
I was happily surprised to see that we are ahead of China. That must be because the western half of China is sparsely inhabited.
More interesting is that we’re within striking distance of the U.S.A.
I’m sure @nitin_gadkari ji can set a goal to overtake the U.S not too long from… https://t.co/nxUgYDk0Gy— anand mahindra (@anandmahindra) January 4, 2024
নিতিন গড়করিকে পাঠিয়েছেন বার্তা: বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা ওই পোস্টে লিখেছেন যে, “আমরা এখন চিনের চেয়ে এগিয়ে আছি এবং আমেরিকাকে পেছনে ফেলে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।” পাশাপাশি, তিনি সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির উদ্দেশ্যে বলেন যে, শীঘ্রই ভারত সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে আমেরিকাকে পেছনে ফেলে দেবে।
আরও পড়ুন: ISRO-র নয়া চমক! এবার মহাকাশে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে উৎপন্ন হবে শক্তি, আবিষ্কার নয়া প্রযুক্তির
এই তালিকা শেয়ার করে খুশি আনন্দ মাহিন্দ্রা: মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এই তালিকা শেয়ার করে অত্যন্ত খুশি। ওই পোস্টে তিনি এটাও জানান, “আমরা আমেরিকার খুব কাছাকাছি চলে এসেছি। আমি আত্মবিশ্বাসী যে নীতিন গড়করি আমেরিকাকে টপকে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করবেন।”
আরও পড়ুন: নয়া বছরে আম্বানিকে জোর ধাক্কা আদানির, ২৪ ঘণ্টায় যা সম্পত্তি বৃদ্ধি হল গৌতমের, শুনে চমকে যাবেন
২০২২-২৩-এ জাতীয় সড়কের দৈর্ঘ্য হয়েছে ১.৪৫ লক্ষ কিলোমিটার: গত বছরের জুনে, নীতিন গড়করি জানিয়েছিলেন যে, ৯ বছরে ভারতে ন্যাশনাল হাইওয়ের সংখ্যা ৫৯ শতাংশ বেড়েছে। এই দ্রুত সম্প্রসারণের ফলে ভারতের সড়ক নেটওয়ার্ক এখন শুধু আমেরিকার পেছনে রয়েছে। তিনি জানান, ২০১৩-১৪ সালে দেশে জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য ছিল ৯১,২৮৭ কিলোমিটার। ২০২২-২৩ সালে এটি ৫৯ শতাংশ বেড়ে ১,৪৫,২৪০ কিলোমিটার হয়েছে।