মোদীর চালেই বাজিমাত, বিশ্বমঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের, পহেলগাঁও হামলাকারীদের ‘জঙ্গি’ তকমা আমেরিকার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার ফল আবারও মিলল হাতেনাতে। পহেলগাঁও (India) হামলা এবং অতঃপর ‘অপারেশন সিঁদুর’, পাকিস্তানে সঙ্গে সংঘাতের পরে প্রতিবেশী দেশের ‘স্বরূপ’ তুলে ধরতে বড় উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে শাসক-বিরোধী দলগুলি থেকে সদস্যদের নিয়ে প্রতিনিধি দল ঘুরেছিল দেশে দেশে। বিশ্বমঞ্চে পাকিস্তানের (Pakistan) মুখোশ খুলে দিয়ে তুলে ধরেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের (India) অবস্থান। সুফল এল মাস খানেক পরেই। পহেলগাঁওতে হামলাকারী সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল আমেরিকা।

পহেলগাঁওতে (India) হামলাকারী সংগঠনকে জঙ্গি তকমা আমেরিকার

২২ শে এপ্রিল পহেলগাঁও হামলার নেপথ্যে হাত রয়েছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এর, তা আগেই জানা গিয়েছিল। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল ওই জঙ্গি সংগঠন। এমনকি ওই ঘটনায় পাক যোগের প্রমাণও এসেছিল ভারতীয় (India) গোয়েন্দাদের হাতে। যদিও সে কথা অস্বীকার করে পাকিস্তান। এবার এই ‘টিআরএফ’কেই বিদেশি জঙ্গি সংগঠনের তকমা দিল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা।

America declarsd trf of india pahalgam attack terrorist

 

 

কী জানাল আমেরিকা: বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, ডিপার্টমেন্ট অব স্টেট এর তরফে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ‘বিদেশি জঙ্গি সংগঠন’ এবং ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি পহেলগাঁও এর জঙ্গি হামলাকে ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসের পর ভারতীয় (India) নাগরিকদের উপরে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা বলে উল্লেখ করা হয়েছে আমেরিকার তরফে।

আরও পড়ুন : সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার ব্যবস্থা, অক্ষয়ের মানবিক উদ্যোগকে কুর্নিশ ইন্ডাস্ট্রির

পহেলগাঁও সন্ত্রাসের পরেই অপারেশন সিঁদুর: পহেলগাঁও (India) এর বৈশরন ভ্যালিতে নিরীহ পর্যটকদের ধর্ম এবং নাম জিজ্ঞাসা করে হত্যা করার অভিযোগ উঠেছিল কয়েকজন জঙ্গির বিরুদ্ধে। ওই ঘটনায় পাকিস্তানের যোগসূত্রের প্রমাণ পাওয়ার পরেই মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি দুরমুশ করে দেয় ভারতীয় (India) সেনা।

আরও পড়ুন : মোদির সভার দিনই দিল্লি রওনা হলেন দিলীপ, বললেন, ‘দল চায় না…’

এরপরেই সংঘাতে জড়িয়ে পড়েছিল দুই দেশ। তখনও পদে পদে পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত। সংঘাত পরবর্তী সময়ে অপারেশন সিঁদুর এর উদ্দেশ্য এবং পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার বিষয়টি বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য প্রতিনিধি দল গিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে। প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতার সুফল এল এবার।