ফুলস্পিডে ছুটছিল ট্রেন, হঠাৎ কেঁপে উঠল বগি! ৪ জন শিশুর জন্য যে বিপদ ঘটল বন্দে ভারতে…

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের কাছে অন্যতম গর্বের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেন। সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্যের সঙ্গে হাই স্পিড, দুয়ের মিশেলে এই ট্রেন খুব কম সময়েই যাত্রীদের প্রিয় হয়ে উঠেছে। হাতে সময় কম, অথচ গন্তব্যে পৌঁছানো চাই দ্রুত, এমতাবস্থায় অনেকেই ভরসা করেন বন্দে ভারতের উপরে। আধুনিক সুযোগসুবিধার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও কড়া রাখা হয়েছে এই ট্রেনে। কিন্তু সম্প্রতি বন্দে ভারতেই (Vande Bharat) যে ঘটনা ঘটে গেল, তাতে আতঙ্ক ঢুকে গিয়েছে যাত্রীদের মধ্যে।

বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) ঘটে গেল ভয়াবহ ঘটনা

রবিবার গোরক্ষপুর-পাটলিপুত্র ২৬৫০২ বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দ্রুত বেগে গন্তব্যের উদ্দেশে ছুটে চলেছিল ট্রেনটি (Vande Bharat)। আচমকাই মোতিপুরের মোহাম্মদপুর বালমি গ্রামের কাছে থরথর করে কেঁপে ওঠে গোটা বগি। হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যায় ট্রেনের সি-৬ কোচের ১ এবং ২ নম্বর সিটের জানলার কাঁচ। কেউ হতাহত না হলেই আচমকা এমন অভাবনীয় ঘটনায় হুলস্থুল পড়ে যায় ট্রেনের মধ্যে।

Big accident happened in vande bharat train

কী দেখা গেল সিসিটিভি ফুটেজে: নিকটবর্তী স্টেশন মুজফফরপুর জংশনে পৌঁছাতেই মেরামত করা হয় জানলার কাঁচ। সেই সঙ্গে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাপুধাম মোতিহারি আরপিএফ। তদন্তে নেমে আরফিএফ জওয়ানরা সিসিটিভি ফুটেজ চেক করতেই চক্ষু চড়কগাছ! সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেন (Vande Bharat) লক্ষ্য করে বছর দশেকের ৩-৪ জন শিশু ক্রমাগত পাথর ছুঁড়ছিল। সেই পাথর লেগেই গুঁড়িয়ে যায় জানলার কাঁচ।

আরও পড়ুন : এক মাস আগে প্রকাশ রুটিন, রাতারাতি নোটিসে ২১ জুলাই বাতিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

দায়ের হয়েছে মামলা: জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই বন্দে ভারতের (Vande Bharat) সিসিটিভি রেকর্ডিং ভালো করে খতিয়ে দেখছে আরপিএফ। রেল এসপি বীণা কুমারী এ বিষয়ে বলেন, একটি মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। ওই শিশুদের শণাক্ত করার চেষ্টা চলছে বলে খবর রেল সূত্রে।

আরও পড়ুন : নবান্ন অভিযানের জন্য বিশেষ ওয়েবসাইট, ৯ অগাস্ট ৫ লক্ষ মানুষকে নিয়ে পথে নামার হুঙ্কার শুভেন্দুর

এমন ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। তাতে ক্ষতিগ্রস্তও হয়েছে ট্রেন। পশ্চিমবঙ্গের হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল পাথর। পাশাপাশি ত্রিচূড়, কানিয়াপুরম-পেরিংগুঝির কাছেও আক্রান্ত হয়েছিল বন্দে ভারত।