‘তৈরি থাকুন, ময়দানে নামছি’, লড়াইয়ের আগে পুলিশকে ‘নিরপেক্ষ’ হওয়ার খোঁচা মিঠুনের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুরে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির মন্ত্র কী হবে তা এই সভা থেকেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন জনসভায় উপস্থিত হয়েছেন বিজেপি কর্মী তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রধানমন্ত্রী এসে পৌঁছানোর আগেই রাজ্য পুলিশকে কটাক্ষ করে নিজের ময়দানে নামার কথা ঘোষণা করে দিলেন মিঠুন চক্রবর্তী।

মোদীর জনসভা থেকে বার্তা মিঠুনের (Mithun Chakraborty)

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একাধিক বার পথে নেমেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হুডখোলা গাড়িতে রোড শো-ও করেছেন। এদিন সভা থেকেও আবারও পথে নামার কথা ঘোষণা করলেন তিনি। এদিন মিঠুন (Mithun Chakraborty) বলেন, ‘এবার আমাদের মরণপণ লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। আমি থাকব। সকলে মিলে লড়ব। যেভাবেই হোক এই নির্বাচন জিততেই হবে’। তাঁর কথায়, এটাই শেষ লড়াই। সেকথা মাথায় রেখে নামতে হবে মাঠে।

Mithun Chakraborty takes a dig at state police

পুলিশকে খোঁচা মিঠুনের: রাজ্য পুলিশকে সরাসরি কটাক্ষ শানাতে দেখা গিয়েছে মিঠুনকে (Mithun Chakraborty)। তিনি বলেন, ‘২৩-২৪ তারিখ থেকে পুরো মাঠে নামব। আপনাদের সঙ্গে থাকব। আপনাদের সমস্যা জানব। এই লড়াই বহুদিন মনে রাখবেন পশ্চিমবঙ্গ। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়। শুধু পুলিশকে একটু নিরপেক্ষ হতে বলুন। তারপর দেখুন বিজেপি কী করতে পারে’।

আরও পড়ুন : ফুলস্পিডে ছুটছিল ট্রেন, হঠাৎ কেঁপে উঠল বগি! ৪ জন শিশুর জন্য যে বিপদ ঘটল বন্দে ভারতে…

পথে নামার ঘোষণা অভিনেতার: হুঙ্কার দিয়ে মিঠুন (Mithun Chakraborty) বলেন, জীবনে কখনও ‘কম্প্রোমাইজ’এর রাজনীতি করেননি। গায়ের জোর থাকলেও কখনও কারওর উপরে খাটাননি। কিন্তু তাঁরা ভীতু নন। শুধু পুলিশকে ‘নিরপেক্ষ’ হতে বলুন, মন্তব্য ‘মহাগুরু’র। শেষে মিঠুন (Mithun Chakraborty) বলেন, ‘তৈরি থাকুন, আমি ময়দানে নামছি। গুলি চালালে চালাও। পেছন থেকে আক্রমণ কোরো না। হিম্মত থাকলে সামনে থেকে গুলি করো’।

আরও পড়ুন : মোদীকে দেখতে উপচে পড়া ভিড়, ট্রাফিক সামলাতে ব্যর্থ প্রশাসন, বৃষ্টি মাথায় নিয়েই হাইওয়েতে নামলেন সৌমিত্র খাঁ

২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। গুঞ্জন শোনা গিয়েছিল, তাঁকেই বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হতে পারে। কিন্তু মহাগুরু জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন না, তবে বিজেপির হয়ে প্রচারে পথে নামবেন।