বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) যাতায়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবহণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। শুধু তাই নয়, যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, বর্তমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে ভারতীয় রেলের সমগ্র পরিকাঠামোকে ঢেলে সাজাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে সরকার। ঠিক এই আবহেই এবার বড় তথ্য সামনে এসেছে।
এই প্রসঙ্গে রেলমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যে ভারতীয় রেল তার নেটওয়ার্কের আধুনিকীকরণ এবং ট্রেনের গতি বাড়ানোর লক্ষ্যে ৫০,০০০ কিলোমিটারের নতুন ট্রেন ট্র্যাক স্থাপনের জন্য কমপক্ষে ৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। পাশাপাশি, ওই আধিকারিক আরও জানিয়েছেন, রেলের অন্যতম লক্ষ্য হল বন্দে ভারতের মতো অত্যাধুনিক এবং উচ্চগতির ট্রেন চলতে সক্ষম আধুনিক ট্র্যাকের সংখ্যা বৃদ্ধি করা।
এদিকে, ভিশন ২০৪৭ ডকুমেন্টের মাধ্যমে নতুন ট্র্যাক স্থাপন করা হবে বলেও জানা গিয়েছে। রেলের আরও পরিকল্পনা রয়েছে আগামী ২৫ বছরে ১৫ থেকে ২০ লক্ষ কোটি টাকা খরচ করে এক লক্ষ কিলোমিটার নতুন ট্র্যাক ও গেজ পরিবর্তন সহ রেলের আমূল পরিবর্তন করা। ২০২২-২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, রেল ৫,২০০ কিলোমিটারের নতুন ট্র্যাক সফলভাবে যুক্ত করেছে।
আরও পড়ুন: আর কেউ পারবে না ঠকাতে! সাইবার ক্রাইম রুখতে টেলিকম কোম্পানি এবং ব্যাঙ্কগুলিকে কড়া নির্দেশ সরকারের
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী ১০ বছরেও কাজের এই গতি বজায় রাখার পাশাপাশি পুরোনো এবং জীর্ণ ট্র্যাকগুলি বদলে ফেলে আধুনিক উচ্চ গতির পরিবহণ ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যও নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর মতামত জানিয়েছিলেন।
একটি সাক্ষাৎকারে রেলমন্ত্রী বলেন, ভারতের প্রতিটি অংশে আধুনিক রেল পরিকাঠামো আনতে নতুন ট্র্যাক স্থাপন করাই জাতীয় পরিবহণের ক্ষেত্রে মূল ফোকাস হবে। এমতাবস্থায়, আগামী বছরের বাজেটে ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটার নতুন ট্র্যাক স্থাপনের জন্য ৫০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। জানিয়ে রাখি যে, ২০২২-২৩ অর্থবর্ষে বাজেটে নতুন ট্র্যাক স্থাপনের জন্য যথাক্রমে ২৬,০০০ কোটি এবং ২১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।