বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই সভার দিকে নজর ছিল সমগ্র রাজনৈতিক জগতের। বঙ্গ বিজেপি তথা বাংলার মানুষের জন্য কোন বার্তা তিনি দেন সেদিকে লক্ষ্য রেখেছিল সকলেই। এদিন শুরুতেই ছকভাঙা প্রধানমন্ত্রী। চিরাচরিত ‘জয় শ্রীরাম’ পরিবর্তে তাঁর মুখে শোনা গেল ‘জয় মা কালী, জয় মা দুর্গা’। দেশের উন্নয়নে ‘স্টিল সিটি’র অবদানের কথাও উল্লেখ করে তিনি এদিন প্রতিশ্রুতি দেন, দুর্গাপুর (Durgapur) তথা গোটা রাজ্যের হৃত গৌরবকে পুনরুদ্ধার করার।
জনসভা থেকে কী বললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)?
প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপি বিকশিত বাংলা গড়তে চায়। পশ্চিমবঙ্গ ভারতকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে। বাংলার মাটি প্রেরণায় পূর্ণ। কিন্তু তৃণমূল বাংলার উন্নয়নের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল সরকারের দেওয়াল যেদিন ভাঙবে সেদিন থেকেই উন্নয়ন শুরু হবে। তৃণমূল গেলেই বাংলায় আসল পরিবর্তন আসবে’।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি মোদীর: জনসভা থেকে মোদী (Narendra Modi) বলেন, ভারতের বিকাশে দুর্গাপুরের বড় ভূমিকা। আগে সারা দেশ থেকে মানুষ এখানে কাজ করতে আসত। এখন ছোট ছোট কাজের জন্যও অন্য রাজ্যে যেতে হচ্ছে বাংলার মানুষকে। বাংলায় সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে তিনি বলেন, এখানে ব্যবসায়ীদের থেকে টাকা চাওয়া হয়। এমন চললে বিনিয়োগ আসবে কীকরে? তবে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, আজকের প্রকল্পের জোরে যুব সমাজের সামনে রোজগারের পথ খুলে যাবে। কলকাতা মেট্রো, রাজ্যে রেলওয়ের দ্রুত বিকাশ হচ্ছে। বাংলা থেকে পূর্ব ভারতের ছয় রাজ্যে গ্যাসের পাইপ বসানো হচ্ছে।
নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন: রাজ্যে সাম্প্রতিক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, এটা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মাটি। আর আজ এই বাংলায় হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। চিকিৎসক তরুণীর সঙ্গে অত্যাচারের পর তৃণমূল কীভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তা সবাই দেখেছে। এর মধ্যেই আরেকটি কলেজে একটি মেয়ের সঙ্গে জঘন্য অত্যাচার হয়েছে। এখানেও অপরাধীর সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন : ‘তৈরি থাকুন, ময়দানে নামছি’, লড়াইয়ের আগে পুলিশকে ‘নিরপেক্ষ’ হওয়ার খোঁচা মিঠুনের
অনুপ্রবেশকারী বিতর্কেও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের জন্য সরাসরি নেমে পড়েছে তৃণমূল। কিন্তু সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ওড়িশায় বিজেপি সরকার এবার উন্নয়ন করবে। বাংলাতেও দরকার ডবল ইঞ্জিন সরকার। বিজেপিকে একবার সুযোগ দিন। বাংলার বিকাশ মোদীর গ্যারান্টি।