বাংলাহান্ট ডেস্ক : আগামী ৯ ই অগাস্ট নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে আবারও বিচারের দাবিতে পথে নামার কথা ঘোষণা করেছেন তিনি। এই আবহেই এবার কড়াকড়ি শুরু হল নবান্নে। অনুমতি ছাড়া আর হুটপাট ঢোকা যাবে না নবান্নে (Nabanna)। সিভিক ভলান্টিয়ারদেরও এবার নির্দিষ্ট অনুমতি নিতে হবে। জানা যাচ্ছে, সম্প্রতি নবান্নের ১৪ তলায়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতর যেখানে সেখানে উঠে গিয়েছিলেন। তারপরেই নাকি এই নিয়মের কড়াকড়ি শুরু হয়েছে।
নবান্নের (Nabanna) ১৪ তলায় পৌঁছে যান সিভিক ভলান্টিয়ার
নবান্নের (Nabanna) ১৪ তলায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এর মাঝে নাকি একদিন ১৪ তলায় দেখা গিয়েছিল এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে। তাঁর বাড়ি তমলুক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তিনি নাকি প্রথমে লিফটে করে ১৩ তলায় যান। তারপর সিঁড়ি দিয়ে সোজা উঠে যান ১৪ তলায়। অথচ সেখানে তাঁর থাকার কথা নয়।
চালু নতুন নিয়ম: তারপর থেকেই নিরাপত্তা বেড়েছে নবান্নে (Nabanna)। অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে সিভিক ভলান্টিয়ারদের। ভিজিটরদের মতোই সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে তাদের। পাশাপাশি নাম রেজিস্টার করিয়ে কোথায় কার সঙ্গে দেখা করতে যাবেন তাও উল্লেখ করতে হবে তাদের।
আরও পড়ুন : নেশার ঠেলায় মন্দিরেই ঘুমিয়ে কাত চোর! পুলিশ আসতেই যা হল… তুমুল ভাইরাল ভিডিও
পুলিশ কর্মীদের জন্যও নয়া নিয়ম: জানা যাচ্ছে, শুধু সিভিক ভলান্টিয়াররাই নন। পুলিশকর্মীদের জন্যও চালু হয়েছে নতুন নিয়ম। আইডি কার্ড বুকে ঝুলিয়ে ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। পাশাপাশি কোন কর্মী নবান্নের (Nabanna) কোথায় ডিউটি করবেন, সেই তালিকা প্রতিদিন তৈরি করে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : ‘TMC গেলেই বাংলায় আসল বদল আসবে’, BJP-কে একটা ‘সুযোগ’ দেওয়ার আর্জি মোদীর
প্রসঙ্গত, নবান্নে সর্বদাই নিরাপত্তা ব্যবস্থা থাকে কড়া। কিন্তু তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ১৪ তলায় উঠে গেলেন ওই সিভিক কর্মী তা নিয়ে ছড়ায় ধন্দ। যদিও ওই সিভিক ভলান্টিয়ারকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হলেও তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় বলেই খবর।