বাংলা হান্ট ডেস্ক: এবার দেশের একটি কেন্দ্রীয় সংস্থার কর্মী নিয়োগের (Recruitment) জন্য জারি হল বিজ্ঞপ্তি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল বিকাশ নিগম লিমিটেডে (RVNL) কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রেল মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত, সংস্থার একটি বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ (Recruitment):
কোন কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, রেল বিকাশ নিগম লিমিটেডের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের জন্য নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ডেপুটি জেনারেল ম্যানেজার পদ থেকে শুরু করে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ প্রক্রিয়া (Recruitment) সম্পন্ন হবে।
মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ১২ টি।
আবেদনকারীর বয়স: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এর পাশাপাশি ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদনকারীর বয়স হতে হবে যথাক্রমে ৪০ এবং ৩৫ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড়া থাকবে।
কর্মস্থান: জানা গিয়েছে যে, নিযুক্তরা দেশের যেকোনও রেল বিকাশ নিগম লিমিটেডের কার্যালয়ে পোস্টিং পেতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক পৃথক মাপকাঠি রয়েছে। আবেদনকারীরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিরাট পদক্ষেপ টাটা গ্রুপের! তৈরি হবে ৫০০ কোটির ট্রাস্ট
বেতনের পরিমাণ: ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের বেতন হবে মাসিক ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা। এছাড়াও মিলবে ভাতা। পাশাপাশি, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিযুক্তদের (Recruitment) বেতনের পরিমাণ হবে যথাক্রমে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা এবং ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা। এক্ষেত্রেও ভাতা মিলবে।
কীভাবে করবেন আবেদন: উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের বিরাট চমক! সই ৩ বিদেশির, মেসির দেশ থেকে আসছেন ফুটবলার, কী জানালেন কোচ?
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ অগাস্ট ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ পদ্ধতি: এক্ষেত্রে প্রথমে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে এবং সেই ভিত্তিতে কর্মী নিয়োগ (Recruitment) সম্পন্ন হবে।