বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘লক্ষ্মী ঝাঁপি’। প্রোমোতেই নজর কেড়ে নিয়েছিল ধারাবাহিকটি (Serial)। কবে থেকে আর কোন সময় সিরিয়ালটি দেখা যাবে তা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে প্রকাশ্যে এসেছে সিরিয়াল (Serial) শুরুর দিনক্ষণ। সেই সঙ্গে বিপদ ঘনিয়ে এসেছে আরেকটি সিরিয়ালের উপরে।
প্রকাশ্যে লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের (Serial) দিনক্ষণ
৩০ শে জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচারিত হবে লক্ষ্মী ঝাঁপি। এদিকে ওই স্লট এতদিন দখলে ছিল গীতা এলএলবির। টিআরপি টপার থাকার সময় থেকে বর্তমানে নম্বর একটু কমলেও ওই স্লট দখলে রেখেছিল গীতা এলএলবি। কিন্তু এবারে কি তবে বন্ধ হয়ে যাবে সিরিয়ালটি (Serial)?
স্লট বদল এই মেগার: না, এখনই শেষ হচ্ছে না গীতা এলএলবি। তবে হচ্ছে স্লট বদল। একঘন্টা এগিয়ে বিকেল সাড়ে পাঁচটায় রাখা হয়েছে সিরিয়ালটিকে (Serial)। ওই স্লটে এবার থেকে সম্প্রচারিত হবে গীতা এলএলবি। কিন্তু হঠাৎ এই ধারাবাহিকেরই স্লট বদলানোর কারণ কী? অনেকের মতেই, সিরিয়ালের কমতে থাকা টিআরপির (Serial) জেরেই এই কোপ। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : খাস নবান্নেও ‘সিভিক’ দৌরাত্ম্য! অনুমতি ছাড়া আর প্রবেশ নয়, টনক নড়তেই সতর্ক প্রশাসন
কারা থাকছেন মুখ্য চরিত্রে: প্রসঙ্গত, ভিন্ন স্বাদের গল্প ‘লক্ষ্মী ঝাঁপিতে (Serial) নায়িকা হয়ে ফিরছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। সেই সঙ্গে নায়ক রূপে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। পরিচালনা ছেড়ে দীর্ঘদিন পর অভিনয়ে কামব্যাক করছেন তিনিও।
আরও পড়ুন : ২৬-এর নির্বাচনেই দলে যোগদান? রাজনৈতিক কেরিয়ার নিয়ে অকপট সায়ক
সিরিয়ালের (Serial) প্রথম প্রোমো বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। নতুন সিরিয়াল নিয়ে দর্শকদের আগ্রহও বেশ লক্ষ্য করা যাচ্ছে। উপরন্তু এই ধারাবাহিকের (Serial) মাধ্যমেই কামব্যাক করছেন একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তাই উন্মাদনা স্বাভাবিক ভাবেই বেশি।