বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। পুজোর জামা কাপড় কেনা হোক সেই না হোক ইতিমধ্যে ঘুরতে যাওয়ার স্পর্ট খোঁজা শুরু হয়ে গিয়েছে। এমন কি পুজোর সময় উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যই ভ্রমন প্রিয়দের চেনা। পাশাপাশি উত্তরবঙ্গ বললেই মনে পড়ে পাহাড়ের কথা। তাই এবার পুজোয় ঘুরতে যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পংয়ের (Kalimpong) স্বল্প চেনা গ্রাম ফুরুং থেকে।
কালিম্পংয়ের নতুন অফ বিট স্পট ফুরুং (Kalimpong)
ফুরুং কালিম্পং এর একটি স্বল্প চেনা গ্রাম। বলা যেতে পারে এটি কালিম্পংয়ের অফবিট জায়গা। যদিও পেডিংয়ের পরিচিতি হয়েছে সম্প্রতি। তবুও তার সিকাভাগ নাম ডাক নেই ফুরুং গাঁওয়ের। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম যায় না ফুরুং। গোটা গ্রাম সবুজে ঢাকা। প্রকৃতির কোলে সময় কাটাতে এবং কালিম্পংকে আরও কাছ থেকে চিনতে, ছুটি কাটাতে পারেন ফুরুং গাঁওতে। ফুরুং গাঁও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামজুড়ে ধাপে ধাপে রয়েছে সবুজ চাষ জমি। এখানে ঘুরে বেড়ায় ময়ূরের দল। এ ছাড়াও এখানে স্কারলেট মিনিভেট, বার্ন সোয়ালদ, পার্পল সানবার্ডের মতো পাখিদেরও আনাগোনা লেগে থাকে।
কিভাবে যাবেন, কোথায় থাকবেন?
শিয়ালদহ কিংবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে ১০নং জাতীয় সড়ক ধরে পৌঁছে যেতে পারেন ফুরুং গাঁও। এখানে যেতে সময় লাগবে ৪-৫ঘন্টা। আপনি নিউ জলপাইগুড়ি থেকে এক গাড়ি ভাড়া করে যেমন ফুরুং গাঁও যেতে পারেন। তেমনি কালিম্পং এ নেমে কালিম্পং থেকে শেয়ার গাড়িতেও যেতে পারেন ফুরুং গাঁও।
আরও পড়ুন: চরম আর্থিক অনটন, অদম্য মনের জোরে UPSC জয়! মালদহের অভিজিতের জার্নি চোখে জল আনবে
কোথায় কোথায় ঘুরবেন?
এই গ্ৰামে মূলত ভুটিয়াদের বাস। এই গ্রামে প্রতিটা বাড়ির বারান্দায় দেখা যায় রং বেরঙিন ফুলের বাহার। পাশাপাশি এই গ্রামটি যেহেতু এখনো জনপ্রিয়তা লাভ করেনি। তাই এই গ্ৰামের নিরিবিলিতে কালিংপং-এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি ঘুরতে যেতে পারেন মুংসং, পেডং, আলগাড়া ও ডুকা ভ্যালি। এ ছাড়া যেতে পারেন সিকিমেও। রংপো, রোলেপ, রংলি হয়ে পৌঁছে যেতে পারেন আরিতার কিংবা আগামলোক। এছাড়াও এই দুই জায়গাই পূর্ব সিকিমের অতি পরিচিত পর্যটন কেন্দ্র।