বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price) । এরআগে এক ধাক্কায় এর আগে কিছুটা কমেছিল সোনার দাম। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে রয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের পার করেছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার।
এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত যাচ্ছে (Gold Price)
শনিবার ২২ ক্যারেট ১গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়ছে ৯৩৮৫ টাকা (+৭০) । ও ২২ ক্যারেট হলমার্ক ১০ গ্ৰাম সোনা দাম পড়ছে ৯৩৮৫০ (+৭০০) টাকা। পাশাপাশি আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৮৭৫ (+৭৫) টাকা। ও ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৮৭৫০ (+৭৫০) টাকা। এছাড়াও, আজ পাকা সোনার বাট ১ গ্ৰামের দাম ৯৮২৫ টাকা (+৭৫) ও ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম যথাক্রমে ৯৮২৫০ (+৭৫০) টাকা। এছাড়াও আজ ১০০ গ্রাম খুচরোর উপর দাম ১১৩২০ (+১৬৫) টাকা। ও ১কেজির দাম ১১৩২০০ (+১৬৫০) টাকা। এছাড়াও, আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৩১০ টাকা (+১৬৫) ও ১কেজি রুপোর বাটের দাম ১১৩১০০ (+১৬৫০) টাকা।
বিশেষজ্ঞদের মতে গত কয়েক দিন ধরে সোনার দাম (Gold Price) যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সোনার দাম এক লাখ টাকার কাছাকাছি হতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ যাচ্ছেন? তাহলে ঘুরে আসুন কালিম্পং থেকে কিছুটা দূরে এই নির্জন গ্রাম থেকে
বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠা নামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে মনে করছেন মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে এই দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। পাশাপাশি সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।