বাংলাহান্ট ডেস্ক : সরকারি চাকরি বা ব্যাঙ্কে চাকরির স্বপ্ন থাকে অনেকেরই। মাঝে মাঝেই বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফে এল নিয়োগের দারুণ সুযোগ। একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন পদে চলছে নিয়োগ, কীভাবেই বা আবেদন করা যাবে, এই প্রতিবেদনে রইল যাবতীয় খবর।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (State Bank of India) চাকরির সুযোগ
জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। মোট শূন্যপদের সংখ্যা ৩৩। কারা কারা আবেদন করতে পারবেন? কীভাবেই ডা করবেন আবেদন?
বয়সসীমা: ইচ্ছুক প্রার্থীদের আবেদনের (State Bank of India) জন্য বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে। এছাড়া তফসিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বয়সে নিয়ম অনুযায়ী থাকবে ছাড়।
আরও পড়ুন : আরও কড়া হচ্ছে টক্কর, ‘লক্ষ্মী ঝাঁপি’কে জায়গা দিতে সরতে হল এই সিরিয়ালকে
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ করতে হবে। পাশাপাশি সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে চাকরির অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক। উল্লেখ্য, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার জন্য ফি লাগবে ৭৫০ টাকা।
আরও পড়ুন : ২৬-এর নির্বাচনেই দলে যোগদান? রাজনৈতিক কেরিয়ার নিয়ে অকপট সায়ক
আবেদন করার পদ্ধতি; প্রথমে এসবিআইয়ের (State Bank of India) ওয়েবসাইট sbi.co.in-এ যেতে হবে। সেখানে বেছে নিতে হবে ‘ NEW REGISTRATION’ অপশন। এরপর যেতেৎড়বঢ্য SBI SO 2025-তে। এবার প্রয়োজনীয় নথি আপলোড করতছ হবে এবং তারপর সাবমিট । উল্লেখ্য, আগামী ৩১ শে জুলাই আবেদনের শেষ তারিখ।