বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া এক আজব জগৎ। কত কি যে এখানে ভাইরাল (Viral Video) হতে থাকে তা দেখলে অবাক হয়ে যেতে হয়। সর্বক্ষণই নেটদুনিয়ায় কিছু না চলতে থাকে। বিশেষ করে প্রায়ই এখানে নানান ভিডিও ভাইরাল (Viral Video) হতে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে এক অজগরের সঙ্গে দেখা গিয়েছে দুই ছোট্ট শিশুকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোমহর্ষক ভিডিও (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Viral Video) দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির বাইরেই মাটিতে বসে রয়েছে দুজন শিশু। হঠাৎ করেই সেখানে হাজির হয় এক বিশালাকার অজগর। ভিডিওতে (Viral Video) দেখা যায়, ধীরে ধীরে শিশুদের দিকে এগোতে থাকে সাপটি। এরপরেই যা হয়, ভিডিও দেখে চমকে গিয়েছেন সকলে।
অবাক হয়ে যাচ্ছেন নেটিজেনরা: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানান চমকপ্রদ ভিডিও ভাইরাল (Viral Video) হয়। তার মধ্যে কিছু কিছু ভিডিও দেখতে হতবাক হয়ে যান আমজনতা। এই ভিডিওটিও তেমনই, যা দেখে রীতিমতো শিউড়ে উঠছেন অনেকে। অনেকে আবার অবাক হয়ে যাচ্ছেন ঘটনা দেখে।
আরও পড়ুন : আরও কড়া হচ্ছে টক্কর, ‘লক্ষ্মী ঝাঁপি’কে জায়গা দিতে সরতে হল এই সিরিয়ালকে
কী দেখা গিয়েছে ভিডিওতে: ভাইরাল ভিডিওটিতে (Viral Video) দেখা যায়, বাড়ির বাইরে মাটির উপরে বসে রয়েছে দুজন শিশু। হঠাৎ করেই সেখানে এসে উপস্থিত এক বিশালাকার অজগর। তার আকার দেখে রীতিমতো ভয় ধরে মনে। হেলেদুলে শিশু দুটির দিকে এগোতে দেখা যায় ওই অজগরকে। অথচ অবাক করা বিষয়, সাপটিকে দেখে কোনও চাঞ্চল্যই দেখা যায় শিশুদের মধ্যে।
Meanwhile in Indonesia 🤯 pic.twitter.com/jR3i3NwUYg
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 12, 2025
আরও পড়ুন : চাকরির সুবর্ণ সুযোগ SBI-তে, একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
ভয়ে পালানো তো দূরের কথা, বরং সাপটির গায়ে নির্ভয়ে হাত বোলাতে দেখা যায় শিশুদের। ভিডিওটি দেখে অবাক নেটিজেনরা। এত বড় এক অজগরের সঙ্গে যেভাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে তাদের, যেন সাপটি তাদের পোষ্য। ক্যাপশন থেকে জানা যায়, এটি ইন্দোনেশিয়ার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়ে গিয়েছে।