বাংলাহান্ট ডেস্ক : আবারও মর্মান্তিক দুঃসংবাদ এল বিনোদন জগৎ থেকে। দীর্ঘ অসুস্থতায় ভোগার পর শুক্রবার রাতে প্রয়াত হন একসময়ের জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ (Venkat Raj)। দীর্ঘদিন ধরেই কিডনি এবং লিভার সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘ রোগভোগের পর এক রকম বিনা চিকিৎসায় মারা যান অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।
বিনা চিকিৎসায় মৃত্যু অভিনেতা ভেঙ্কট রাজের (Venkat Raj)
মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন ভেঙ্কট রাজ (Venkat Raj)। যদিও অনুরাগীদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন ‘ফিশ ভেঙ্কট’ নামে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়াতে চিকিৎসকরা কিডনি ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছিলেন। এর জন্য প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন ছিল বলে জানা যায়। আর্থিক সহায়তার জন্য আর্জিও জানিয়েছিল অভিনেতার (Venkat Raj) পরিবার।
আর্থিক সাহায্য চেয়েছিল পরিবার: ভেঙ্কটের (Venkat Raj) মেয়ে একটি ভিডিও বার্তায় তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে বলেছিলেন, বাবা একেবারেই ভালো নেই। খুবই সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে ভর্তি রয়েছেন আইসিইউতে। কিডনি ট্রান্সপ্লান্ট করা দরকার। কিন্তু তার জন্য প্রায় ৫০ লক্ষ টাকা লাগবে। কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে জানা যায়। উপরন্তু প্রতারণার শিকার হতে হয় তাঁর পরিবারকে।
আরও পড়ুন : চাকরির সুবর্ণ সুযোগ SBI-তে, একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
প্রতারণার শিকার হন তাঁরা: ভেঙ্কটের (Venkat Raj) মেয়ে জানিয়েছিলেন, অভিনেতা প্রভাসের এক সহকারী নাকি তাঁদের ফোন করে কিডনি ট্রান্সপ্লান্টের দিনক্ষণ জানতে চান। জানান যে সমস্ত খরচ তিনি বহন করবেন। কিন্তু তার কিছুদিন পরেই অভিনেতার পরিবারের তরফে জানানো হয়, কোনও সাহায্যই তাঁরা পাননি। প্রভাসের সহকারী সেজে কেউ একজন ভুয়ো আশ্বাস দিয়েছিলেন। আসলে প্রভাস নাকি কিছু জানেনই না! ওই পরিস্থিতিতেও প্রতারণার শিকার হন তাঁরা। একরকম বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় ভেঙ্কটের (Venkat Raj)।
আরও পড়ুন : বিশালাকার অজগরের মুখে অসহায় দুই শিশু, তারপরের ঘটনা যা ঘটল… বিশ্বাস হচ্ছে না নেটিজেনদের!
প্রসঙ্গত, তেলুগু ইন্ডাস্ট্রিতে একসময় খুবই জনপ্রিয় নাম ছিলেন ফিশ ভেঙ্কট। ২০০১ সালে কেরিয়ার শুরু করেন তিনি। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। একসময় খুবই ব্যস্ত জীবন কাটিয়েছেন কাজের মধ্যে ডুবে থেকে। কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তাঁর জনপ্রিয়তা। ভেঙ্কটের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কফি উইথ আ কিলার’। তাঁর শোচনীয় মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া।