৫৯ বছরে স্টান্টবাজি করতে গিয়েই বেকায়দায়, গুরুতর চোটে ‘কাবু’ শাহরুখ! বন্ধ শুটিং

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক খারাপ খবর এসেই চলেছে বিনোদন দুনিয়ায়। ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন শাহরুখ খান (Shahrukh Khan)। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আগামী ‘কিং’ ছবির শুটিং করছিলেন তিনি। সেই শুটিং চলাকালীনই নাকি আহত হন কিং খান। জানা যাচ্ছে, চোট এতটাই গুরুতর যে শুটিং বন্ধ করে দিতে হয়েছে তাঁকে। বিশ্রামে থাকতে বলা হয়েছে অভিনেতাকে। মার্কিন মুলুকে তিনি চিকিৎসা করাতে যাবেন বলেও খবর।

গুরুতর চোট পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)

বলিউড সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে চলছিল ছবির শুটিং। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি চোট পান শাহরুখ (Shahrukh Khan)। যদিও ঠিক কোথায় কীভাবে চোট পেয়েছেন তিনি, তা এখনও খোলসা করতে রাজি নন নির্মাতারা। তবে গুঞ্জন বলছে, চোট নাকি যথেষ্ট গুরুতর। একাধিক রিপোর্ট বলছে, সম্ভবত পেশিতে আঘাত পেয়েছেন শাহরুখ (Shahrukh Khan)।

Shahrukh khan seriously injured while shooting

চিকিৎসা করাতে গিয়েছেন অভিনেতা: ইতিমধ্যেই চিকিৎসার জন্য সোজা মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে গোটা টিম। জানা যাচ্ছে, প্রায় দু মাস নাকি বিশ্রামে থাকতে হবে শাহরুখকে (Shahrukh Khan), এমনই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত শুটিং বন্ধ করা হয়েছে ছবির। পুরোপুরি সুস্থ হয়ে তারপরেই শাহরুখ (Shahrukh Khan) সেটে ফিরবেন বলে খবর। জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ফের শুরু হতে পারে শুটিং। তবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ‘বাদশা’র টিমের তরফে।

আরও পড়ুন : আর্থিক সাহায্যের বদলে প্রতারণার শিকার, বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু একদা দাপুটে অভিনেতার

কে কে রয়েছেন ছবিতে: শাহরুখের (Shahrukh Khan) এই আসন্ন ছবি নিয়ে জল্পনা দীর্ঘদিনের। চোখ ধাঁধানো কাস্টিং থাকছে ছবিতে। জানা যাচ্ছে, মুখ্য চরিত্রে শাহরুখের সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। গোয়েন্দার চরিত্রে শাহরুখকন্যাকে (Shahrukh Khan) দেখা যাবে বলে খবর। অন্যদিকে তাঁর ‘হ্যান্ডলার’ এর ভূমিকায় দেখা যেতে পারে কিং খানকে।

আরও পড়ুন : হিন্দু মেয়েদের ফাঁসাতে ১০০০ ছেলের টিম! মুসলিম দেশের ফান্ডিংয়ে ৩০০ কোটির ধর্মান্তকরণ কারবার ‘ছাঙ্গুর বাবার’

এর আগে শোনা গিয়েছিল, ছবিতে সুহানার মায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে রানি মুখার্জিকে। এছাড়াও ক্যামিও চরিত্রে থাকছেন দীপিকা পাডুকোনও। পাশাপাশি অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়াইসির মতো অভিনেতাদেরও দেখা যেতে পারে বলে খবর।