বাংলা হান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই ইতিহাস গড়ল ইসরো (Indian Space Reasearch Organisation)। চাঁদের পর এবার সূর্য অভিযানও (Mission Sun) হল সফল। আদিত্য এল 1 (Aditya L-1 ) পৌঁছে গেল সূর্যের পাড়ায়। এবার ইসরোর গন্তব্যস্থল ছিল পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে মহাকাশের একটি নির্দিষ্ট এলাকা। আর শনিবার, ৬ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ সেই জায়গাতেই সফলভাবে পৌঁছে গেল মহাকাশযান আদিত্য এল ওয়ান। তারপর থেকেই খুশির হাওয়া গোটা দেশজুড়ে। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন খোদ নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম সূর্যের এতটা কাছে পৌঁছাতে পারল ভারত। গত বছরের ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্যের সম্পর্কে খোঁজখবর নিতে মহাকাশে পাড়ি দেয় আদিত্য-এল 1। তার লক্ষ্য ছিল, সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট (L1)-এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করা। আর এবার সেই নির্দিষ্ট জায়গাটিতেই সফলভাবে পৌঁছে গেল আদিত্য এল 1।
জানিয়ে রাখি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সৌরযান মূলত ৭টি পেলোড দিয়ে তৈরি। সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য এই পেলোডগুলিতে ব্যবহার করা হয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। শোনা যাচ্ছে, আগামি ৫ বছর ধরে সূর্যকে পর্যবেক্ষণ করবে ইসরোর সৌরযান। এবং সেখান থেকে তথ্য আহরণ করে তা পাঠাবে ভারতীয় বিজ্ঞানীদের।
মূলত সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় (ক্রোমোস্ফিয়ার এবং করোনা) গতিবিদ্যা নিয়ে গবেষণা। ঠিক কী কারণে ক্রোমোস্ফিয়ার এবং করোনা উত্তপ্ত হয়ে তার কারণ খুঁজবে আদিত্য এল 1। সেই সাথে আংশিকভাবে আয়োনাইজড প্লাজমার পিছনে কী বিজ্ঞান লুকিয়ে আছে, তা নিয়েও চলবে গবেষণা। সেই সাথে ইসরোর নজর থাকবে সৌর বিষ্ফোরণের উপরেও। অর্থাৎ সূর্য সংক্রান্ত যত ধরণের তথ্য আহরণ করা যায় তার সবটাই চেষ্টা করবে ইসরোর বিজ্ঞানীরা।
#WATCH | Ahmedabad, Gujarat: Director of Space Applications Centre, Nilesh M Desai speaks on Aditya L1 mission pic.twitter.com/tN2svLq1RF
— ANI (@ANI) January 6, 2024
তবে এই যাত্রা কিন্তু এতটাও সহজ ছিলনা। আদিত্য L1 মহাকাশে ভ্রমণের ১২৬ দিন পূর্ণ করলেও সবচেয়ে কঠিন ছিল আজকের দিনটাই। কারণ বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্যকে L1 পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা। উল্লেখ্য, আজ আদিত্য এল 1 যেখানে পৌঁছেছে সেখানে আপাতত চারটি সৌরযান আছে। যার তিনটি হল নাসার। সেই সাথে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে একটি সৌরযান পাঠানো হয়েছে। আর এবার সেখানে পৌঁছে গেল ভারতও। এবং তাও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।