বাংলাহান্ট ডেস্ক : এ যেন জলে কুমির, ডাঙায় বাঘ। জোড়া বিপদে এখন প্রমাদ গুনছে পাকিস্তান (Pakistan)। ভারতের ‘অপারেশন সিঁদুর’ আগেই আক্কেল গুড়ুম করে দিয়েছে প্রতিবেশী দেশের। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হয়ে দাঁড়াল আমেরিকাও। কুখ্যাত জঙ্গি সংগঠন ‘লস্কর-এ-তৈবা’র ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে সম্প্রতি জঙ্গি সংগঠন এর তকমা দিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার পরপর সঙ্গ ত্যাগ করেছে চিনও। বিপাকে পড়ে ফের জঙ্গিবাদ নিয়ে উলটো সুর গাইতে দেখা গেল পাকিস্তানকে (Pakistan)।
আমেরিকার ঘোষণায় বিপাকে পাকিস্তান (Pakistan)
অপারেশন সিঁদুর এর পর বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল কেন্দ্রের তরফে। তার সুফল মিলেছে সম্প্রতি। বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, ডিপার্টমেন্ট অব স্টেট এর তরফে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ‘বিদেশি জঙ্গি সংগঠন’ এবং ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি পহেলগাঁও এর জঙ্গি হামলাকে ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসের পর ভারতীয় (India) নাগরিকদের উপরে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা বলে উল্লেখ করা হয়েছে আমেরিকার তরফে।
পহেলগাঁও হামলা নিয়ে নতুন দাবি: এদিকে এখনও ‘মিথ্যাচার’ ছাড়তে পারেনি পাকিস্তান (Pakistan)। শেহবাজ শরিফ সরকারের দাবি, পাকিস্তানে ঘাপটি মেরে থাকা সমস্ত জঙ্গি সংগঠনকে নাকি ভেঙে দিয়েছে তারা। তাই পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের (Pakistan) যোগ থাকার প্রশ্নই নাকি ওঠে না। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। সেখানে দাবি করা হয়েছে, জঙ্গি সংগঠনগুলিকে শুধু যে ভেঙে দেওয়া হয়েছে তাই নয়, তাদের নেতৃত্বদের গ্রেফতার করেও শাস্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন : হিন্দু মেয়েদের ফাঁসাতে ১০০০ ছেলের টিম! মুসলিম দেশের ফান্ডিংয়ে ৩০০ কোটির ধর্মান্তকরণ কারবার ‘ছাঙ্গুর বাবার’
আমেরিকাকেই সমর্থন চিনের: উল্লেখ্য, টিআরএফকে সম্প্রতি জঙ্গি সংগঠন এর তকমা দিয়েছে আমেরিকা। সেই সঙ্গে পাকিস্তানের (Pakistan) আতঙ্ক আরও বাড়িয়ে আমেরিকাকে সমর্থন করেছে ‘মিত্র’ চিনও। আমেরিকার মতো সোচ্চারে না হলেও চিনের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, আঞ্চলিক ভিত্তিতে সন্ত্রাসবাদকে দমন করতে সব দেশগুলিকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ২২ এপ্রিলের ঘটনারও (পহেলগাঁও) নিন্দা করেছে চিন। চারদিক থেকে কোণঠাসা হয়েই অস্বস্তি আরও বেড়েছে পাকিস্তানের (Pakistan)।
আরও পড়ুন : ৫৯ বছরে স্টান্টবাজি করতে গিয়েই বেকায়দায়, গুরুতর চোটে ‘কাবু’ শাহরুখ! বন্ধ শুটিং
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স বার্তায় লিখেছেন, আমেরিকার এই ঘোষণা ভারত মার্কিন সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার ক্ষেত্রে এক বিরাট স্বীকৃতি। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং মার্কিন বিদেশ মন্ত্রকের প্রশংসা করে তিনি আরও লেখেন, এই টিআরএফ-ই পহেলগাঁওতে হামলা চালিয়ে নিরীহ ২৬ জনকে হত্যা করেছিল। সন্ত্রাসবাদকে কখনওই বরদাস্ত করা হবে না।