উত্তরবঙ্গে পদ্ম ম্যাজিক! একুশে জুলাইয়ের কিছু ঘণ্টা আগেই বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

Published on:

Published on:

trinamool congress

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ( Assembly Election)। তার আগে ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একুশে জুলাইয়ের প্রস্তুতি চরমে। পাল্টা ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরাও। এরই মধ্যে উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেল তৃণমূল।

উত্তরবঙ্গে অস্বস্তি বাড়ল তৃণমূলের | Trinamool Congress

আগামীকাল ২১শে জুলাই। শহীদ দিবসের জমায়েতে সামিল হতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন তৃণমূল নেতা কর্মীরা। এই আবহেই শনিবার তৃণমূল ছেড়ে একশোটি পরিবার পদ্মে যোগদান করল।

কুমারগ্ৰাম ব্লকের বারোবিশা এলাকায় শনিবার এক সভার আয়োজন করে বিজেপি (BJP)। সেই সভাতেই তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেয় একশোটি পরিবার। তাদের সকলের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি মিঠু দাস। গেরুয়া শিবিরের এদিনের সভাতে উপস্থিত ছিলেন কুমারগ্ৰাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাঁও।

আরও পড়ুন: কোথাও কমলা, কোথাও জারি হল হলুদ সতর্কতা! রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির ডবল ডোজ: আবহাওয়ার আগাম খবর

একেই বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। তার উপর ২১শে জুলাইয়ের আগে উত্তরবঙ্গের একশো পরিবার শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। এই যোগদান প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি মিঠু বলেন, “প্রায় একশোর বেশি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। এরা সকলেই মোদীজীর হাত শক্ত করেছেন। ছাব্বিশের নির্বাচনে এরা বিজেপির হাত করলেন।”

আরও পড়ুন: রবিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়, ভারী বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার খবর

জোর গলায় মিঠু বলেন, “আগামী বিধানসভা ভোটে তৃণমূল যে এখান থেকে একটা আসনও পাবে না তা বোঝাই যাচ্ছে। এত মানুষ একসঙ্গে যোগদান করায় নিঃসন্দেহে বিজেপির ঘাঁটি শক্ত হল।”