চিকিৎসা করাতে ছুটতে হল আমেরিকা! কতটা গভীর শাহরুখের চোট? ক্রমেই ঘনাচ্ছে রহস্য

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বয়স ৬০ ছুঁইছুঁই। এই বয়সে এসেও তাঁর উদ্যম কম নেই। নতুন করে কামব্যাকের পর আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। তখনই নাকি চোট পেয়েছেন তিনি। আর সেই চোট এতটাই গুরুতর যে সোজা মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন তিনি চিকিৎসার জন্য। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, ঠিক কতটা গভীর শাহরুখের (Shahrukh Khan) চোট?

শুটিং করতে গিয়ে চোট শাহরুখের (Shahrukh Khan)

বলিউড সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে চলছিল ছবির শুটিং। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি চোট পান শাহরুখ (Shahrukh Khan)। যদিও ঠিক কোথায় কীভাবে চোট পেয়েছেন তিনি, তা এখনও খোলসা করতে রাজি নন নির্মাতারা। তবে গুঞ্জন বলছে, চোট নাকি যথেষ্ট গুরুতর। একাধিক রিপোর্ট বলছে, সম্ভবত পেশিতে আঘাত পেয়েছেন শাহরুখ (Shahrukh Khan)।

How serious is Shahrukh Khan injury

চিকিৎসা করাতে গিয়েছেন অভিনেতা: ইতিমধ্যেই চিকিৎসার জন্য সোজা মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে গোটা টিম। জানা যাচ্ছে, প্রায় দু মাস নাকি বিশ্রামে থাকতে হবে শাহরুখকে (Shahrukh Khan), এমনই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত শুটিং বন্ধ করা হয়েছে ছবির। পুরোপুরি সুস্থ হয়ে তারপরেই শাহরুখ (Shahrukh Khan) সেটে ফিরবেন বলে খবর। জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ফের শুরু হতে পারে শুটিং। তবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ‘বাদশা’র টিমের তরফে।

আরও পড়ুন : তিন মাসও কাটতে পারল না, শুরু হতে না হতেই দাঁড়ি পড়ছে জলসার নতুন সিরিয়ালে

শুরু হয়েছে গুঞ্জন: এদিকে শাহরুখ আমেরিকা পাড়ি দিতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। ঠিক কী হয়েছে শাহরুখের (Shahrukh Khan)? কতটা গভীর চোট লেগেছে যে আমেরিকা যেতে হল তড়িঘড়ি? বলিউড হাঙ্গামা সূত্রে খবর, চোটের বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে। তবে জানা যাচ্ছে, চোট তেমন গুরুতর নয়, পেশিতে আঘাত পেয়েছেন শাহরুখ।

আরও পড়ুন : ‘এত মডার্ন হইনি যে বাবা-ছেলেকে দিয়ে…’, স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্যে ফের ব্যঙ্গের মুখে মমতা শঙ্কর

সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে করতে বেশ কয়েকটি পেশিতে চোট পেয়েছেন শাহরুখ। তাই আপাতত তিনি বিশ্রামে থাকবেন। সম্পূর্ণ সুস্থ হয়েই তিনি সেটে ফিরবেন বলে খবর।