ছোঁড়া হয় তিন তিনটি বোমা! ২১ জুলাইয়ের আগে অনুব্রত গড়ে খুন তৃণমূল নেতা

Published on:

Published on:

trinamool congress(1)

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েক ঘণ্টা। তারপরই তৃণমূলের (Trinamool Congress) শহিদ দিবস। ২১ জুলাই ঘিরে শাসকদলে প্রস্তুতি চরমে। জেলা জেলা থেকে কর্মীরা ইতিমধ্যেই শহরে জমায়েত করতে শুরু করে দিয়েছেন। এরই মধ্যে বীরভূমে খুন হয়ে গেলেন দাপুটে তৃণমূল নেতা (TMC Leader)। অনুব্রত গড়ের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। উত্তাল রাজ্য রাজনীতি।

বীরভূমে দাপুটে TMC নেতা খুনে চাঞ্চল্য | Trinamool Congress

সূত্রের খবর, বীরভূমে বোমার আঘাতে জখম হয়ে মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা বাইতুল্লা সেখ। বাইতুল্লা বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। এলাকায় তৃণমূলের সক্রিয় দাপুটে নেতা বলেই পরিচিত। জানা গিয়েছে, তৃণমূল নেতাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন: তিলোত্তমার ঐতিহ্যকে মাথায় রেখেই ম্যাজিক মেট্রোরেলের! সুরঙ্গ কাটতে নামালো ‘দুর্গা’ ও ‘দিব্যা’

ঠিক কী ঘটেছিল?

সূত্র মারফত খবর, শনিবার রাত ৮টার দিকে মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বাইতুল্লা সেখ। সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তার উপর হামলা চালায়। তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়া হয়। বোমার আঘাতে গুরতর জখম বাইতুল্লা সেখকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাতে লাভের লাভ কিছু হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

TMC leaders join BJP ahead of West Bengal Election 2026

আরও পড়ুন: চতুর্থ টেস্টে ঘটতে চলেছে ঐতিহাসিক ঘটনা! ম্যানচেস্টারে ডেবিউ করবেন টিম ইন্ডিয়ার ১০ জন খেলোয়াড়

কে বা কারা তৃণমূল নেতাকে খুন করল সেই নিয়ে তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ। সূত্রের খবর, খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। এদিকে জানা গিয়েছে বোমাবাজির ঘটনায় তৃণমূল নেতা-সহ আরও দু’জন গুরুতর আহত হন। তাদেরও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা।