মাঝ রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস যাচ্ছে ২১-এর জন্য! আমজনতার ক্ষোভের মুখে TMC নেতা বললেন, ‘ক্ষমা চাইছি’

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরুতেই শহরে বড় কর্মসূচি রাজ্যের শাসক দলের। রাত পেরোলেই ২১ শে জুলাই (TMC 21 July)। শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, মঞ্চ তৈরি থেকে অন্যান্য কাজে কার্যত এখন দম ফেলার ফুরসত নেই উদ্যোক্তাদের। এদিকে এর মধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে, একুশে জুলাইয়ের (TMC 21 July) জন্য রাস্তা থেকে উঠে যাচ্ছে বাস। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ভোগান্তির আশঙ্কায় সরব হয়েছেন জেলার দিকের অনেকেই।

তৃণমূলের ২১ শে জুলাইয়ের (TMC 21 July) আগেই রাস্তায় অমিল বাস

একুশে জুলাইয়ের আগে থেকেই বাস অমিল আরামবাগে। স্থানীয়দের অভিযোগ, ১৮ ই জুলাই থেকেই দূরপাল্লার বাস বন্ধ হয়ে গিয়েছে আরামবাগে। লোকাল বাস কয়েকটি চললেও দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলিকে তুলে নেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও শাসক দলের পার্টি অফিসের সামনে দলীয় পতাকা লাগিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে বাস। রাস্তার ধারেও সার দিয়ে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ।

Bus taken for tmc 21 july beforehand

চারদিন আগে থেকেই উধাও বাস: অভিযোগ উঠছে আরামবাগ থেকে বাঁকুড়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কলকাতা গামী গাড়িগুলিও তেমন চলছে না রাস্তায়। এই আবহে বিরোধীরা অভিযোগ করেছেন, একুশের চার দিন আগে থেকেই রাস্তায় উধাও যাত্রীবাহী বাসগুলি। ভরসা শুধুই অটো, টোটো। এমতাবস্থায় কাজের দিনে চরম ভোগান্তির (TMC 21 July) শিকার হতে হচ্ছে স্থানীয় মানুষদের। কিন্তু অনেকেই বিষয়টা নিয়ে কিছু বলতে চাইছেন না জনসমক্ষে।

আরও পড়ুন : সলমনের সঙ্গে ঘনিষ্ঠতার জের! বড় বিপদে প্রাক্তন সঙ্গীতা, বিষ্ণোই গ্যাংয়ের নজর পড়ল?

কী অভিযোগ স্থানীয়দের: যদিও স্থানীয় কিছুজনের দাবি, চারদিন আগে থেকেই বাস তুলে নিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে মানুষ এখনও তৃণমূলের (TMC 21 July) সঙ্গে রয়েছে। কিন্তু আসলে এ বছর নাকি তেমন স্বতঃস্ফূর্ত সাড়া আর নেই আমজনতার। এদিকে বাসের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অ্যাম্বুলেন্সে করে কাজে যাচ্ছে নিত্যযাত্রীরা। হাতে গোনা কয়েকটি লোকাল বাস চলছে। আরামবাগ থেকে বাঁকুড়া, বীরভূম সর্বত্র একই পরিস্থিতি বলে উঠছে অভিযোগ।

আরও পড়ুন : চিকিৎসা করাতে ছুটতে হল আমেরিকা! কতটা গভীর শাহরুখের চোট? ক্রমেই ঘনাচ্ছে রহস্য

ক্ষোভের মুখে পড়ে ক্ষমা চেয়ে আরামবাগের তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দীর বক্তব্য, রাস্তায় অনেক বাস রয়েছে তো। মানুষ সভাস্থলে যাবেন কী করে? তাই তুলে নেওয়া হচ্ছে বাস। বাস মালিক সংগঠনের তরফেও রাস্তা থেকে বাস তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। হঠাৎ করে মাঝরাস্তা থেকে যাত্রীদের নামিয়েও বাস নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ।