বাংলা হান্ট ডেস্ক: সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। পাশাপাশি সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজনতা। তেমনি সোনার দাম বাড়লে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের মাথায় (Gold price)। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় ৪৫ শতাংশের কাছাকাছি সোনার দাম বেড়েছে। এমনকি ২০২৪ সালে জুলাই মাসে ভারতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্ৰামের দাম ছিল প্রায় ৭০ হাজারের কাছাকাছি। কিন্তু, ২০২৫ সালে জুন মাসের শেষের দিকে সোনার দাম হুড়মুড়িয়ে বেড়েছে। সোনার দাম (Gold price) বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।
এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত যাচ্ছে (Gold Price)
রবিবার ২২ ক্যারেট ১গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়ছে ৯৪১৫ টাকা (+৩০)। ২২ ক্যারেট হলমার্ক ১০ গ্ৰাম সোনা দাম পড়ছে ৯৪১৫০ টাকা (+৩০০)। যেখানে শনিবার ২২ ক্যারেট ১গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়েছে ৯৩৮৫ টাকা (+৭০) । ও ২২ ক্যারেট হলমার্ক ১০ গ্ৰাম সোনা দাম পড়েছে ৯৩৮৫০ (+৭০০) টাকা। পাশাপাশি আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৯০৫ (+৩০) টাকা। এছাড়া, আজ পাকা সোনার বাট ১ গ্ৰামের দাম ৯৮৫৫ (+৩০) টাকা। রবিবার ১০গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৫৫০ (+৩০০) টাকা। গতকাল ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯৮৭৫ (+৭৫) টাকা। ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯৮৭৫০ (+৭৫০) টাকা। শনিবার পাকা সোনার বাট ১ গ্ৰামের দাম ছিল ৯৮২৫ টাকা (+৭৫) ও ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম যথাক্রমে ৯৮২৫০ (+৭৫০) টাকা। এছাড়াও আজ খুচরো রুপোর ১০০ গ্ৰামের দাম ১১৩১০ (-১০) টাকা। ১ কেজির দাম ১১৩১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম যথাক্রমে ১১৩০০ (-১০) টাকা ও ১ কেজির দাম ১১৩০০০ টাকা। গতকাল ১কেজি খুচরো রুপোর দাম ১১৩২০০ (+১৬৫০) টাকা। এছাড়াও, শনিবার ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৩১০ টাকা (+১৬৫) ও ১কেজি রুপোর বাটের দাম ১১৩১০০ (+১৬৫০) টাকা।
আরও পড়ুন: পরিবারে আর্থিক অনটন, মেধার জোরে ৫৪ লাখের চাকরি পেয়ে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির শ্রেয়া
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা (Gold) ও রুপোর (Silver) দাম ওঠানামা করতে থাকবে।